Shakib Al Hasan Retirement: `কানপুরই আমার শেষ...`! বাঘের সে কী হুঙ্কার! পদ্মাপারের অভিমানে এদেশেই অবসর...

Thu, 26 Sep 2024-3:18 pm,

বাংলাদেশের পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী, শেখ হাসিনার মতোই খুনের মামলায় অভিযুক্ত সাকিব আল হাসানও। জুলাই-অগাস্ট মাসে বাংলাদেশে হওয়া ছাত্র-জনতা আন্দোলনে নিহত এক গার্মেন্টসকর্মী হত্যা মামলায় আসামী হিসেবে নাম উঠে এসেছে সাকিবের। এসব অভিযোগ কাঁধে নিয়েই চুটিয়ে খেলে যাচ্ছেন। পাকিস্তানে টেস্ট সিরিজ খেলে তিনি এখন ভারতে সফররত। 

 

ভারতে এসেই শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগে বিদ্ধ হয়েছেন সাকিব। আর্থিক তছরুপের দায়ে দিতে হবে ৫০ লক্ষের জরিমানা! দেখতে গেলে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না সাকিবের। চোখের সমস্যার পর তাঁকে ভোগাচ্ছে আঙুলের চোটও। মাঠের বাইরেও ব্যাপক সমালোচিত হচ্ছেন টাইগার অলরাউন্ডার। আগামিকাল থেকে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে শুরু ভারত-বাংলাদে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট। তার আগেই বিরাট ঘোষণা করে দিলেন সাকিব। 

কানপুর টেস্টে নামার আগে বিরাট হুঙ্কার ছাড়ল বাঘ! সাংবাদিকদের সাকিব বলেন, 'আমি বিসিবি-কে জানিয়েছি যে, মীরপুরে শেষ টেস্ট খেলতে চাই। ওরা রাজিও হয়েছে। বিসিবি চেষ্টা করছে সেই ভাবেই সব আয়োজন করার। যাতে আমি বাংলাদেশে যেতে পারি। যদি সেটা নাহয় তাহলে ভারতের বিরুদ্ধে কানপুরই হবে আমার শেষ টেস্ট।' ৭০ টেস্টে সাকিব ৪৪৫৫ রান করেছেন। নিয়েছেন ২৪২ উইকেট।

এই মুহূর্তে ভারত-বাংলাদেশ দুই ম্য়াচের টেস্ট সিরিজ খেলছে। লাল বলের ক্রিকেট শেষ হলেই তিন ম্য়াচের টি-২০ আই সিরিজ। সাকিবকে আর দেশের জার্সিতে ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্য়াটে দেখা যাবে না। সাকিব বলেন, 'আমি শেষ টি২০আই খেলে ফেলেছি।' দেশের জার্সিতে সাকিব ১২৯টি টি-২০ ম্য়াচে ২৫৫১ রান করে ১৪৯ উইকেট নিয়েছেন।

 

সাকিব আল হাসান বাংলাদেশের আইকন। ক্রিকেট খেলে যথেষ্ট সুনাম কুড়িয়েছেন আন্তর্জাতিক আঙিনায়। তবে জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক এখন নিজের দেশেই ফিরতে ভয় পাচ্ছেন। থরথরিয়ে কাঁপছেন বিশ্বের ২ নম্বর ওডিআই অলরাউন্ডার!

কেন সাকিব ভয় পাচ্ছেন? কী পদক্ষেপ নিতে চলেছেন তিনি? গত ৫ অগাস্ট, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে, দেশ ছাড়ার পর থেকেই, সেই দেশের আন্দোলনকারীদের নিশানায় আওয়ামী লিগের সকল নেতাকর্মীরা। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লিগের টিকিটে জিতেছিলেন সাকিব!হাসিনা বাংলাদেশ ছাড়ার পরেই সাকিবের কার্যালয়ে জ্বালিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। এখন তাঁদের টার্গেট খোদ সাকিব!   

সাকিব বিদেশেও রেহাই পাননি। কানাডায় টি-২০ লিগ খেলতে গিয়েও বিএনপি সন্ত্রাসীদের হাতে হেনস্থার শিকার হয়েছিলেন। এই পরিস্থিতিতে মনে করা হচ্ছে সাকিব যদি এখন বাংলাদেশে ফেরেন, তাহলে তাঁর প্রাণ সংশয় হতে পারে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link