কে, কবে থেকে শুরু করেছিলেন মাদার্স ডে?
প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার মাদার্স ডে হিসেবে উদযাপিত হয় বিশ্বের বিভিন্ন প্রান্তে। মায়েদের জন্য বিশেষ ভাবে চিহ্নিত এই দিনটি পালিত হয় নানা অনুষ্ঠানের মাধ্যমে।
মায়েদের জন্য বিশেষ ভাবে ‘মাদার্স ডে’ পালনের জন্য উদ্যোগী হন অ্যানা জারভিস। তাঁর উদ্যোগেই ১৯০৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ার সেন্ট অ্যান্ড্রুজ মেথডিস্ট চার্চে প্রথম ‘মাদার্স ডে’ উদযাপিত হয়।
১৯০৫ সাল থেকে মায়েদের জন্য বিশেষ একটি দিনের দাবিতে প্রচার চালাতে শুরু করেন অ্যানা জারভিস। শেষ পর্যন্ত উড্রো উইলসন মাদার্স ডে উপলক্ষে একটি দিন সরকারি ছুটি হিসেবে ঘোষণা করেন। ১৯১১ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বত্রই উদযাপিত হয় মাদার্স ডে।
মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার ‘মাদার্স ডে’ হিসেবে উদযাপনের জন্য নির্দিষ্ট করেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের এই বিশেষ উদ্যোগকে সমর্থন জানিয়ে পৃথিবীর অন্যান্য দেশেও পরবর্তীকালে ‘মাদার্স ডে’ পালনের রেওয়াজ চালু হয়। ভারতে ‘মাদার্স ডে’ উদযাপন কিন্তু শুরু হয়েছে ১৯৯০-এর দশক থেকে।