রাস্তার ধারে পাথরের পিছন থেকে আসছিল শব্দ, সাতসকালেই দৃশ্য থেকে শরীরে কাঁটা দিল গ্রামবাসীদের
পাথরের পিছন থেকেই ভেসে আসছিল আওয়াজ। প্রথমটায় বিশেষ আমল দেননি স্থানীয়রা। কিন্তু পরে যখন বুঝতে পারলেন শরীরে কাঁটা দিল। ছুটির সকালে গ্রামের রোজ যাতায়াতের পথেই পাথরের পিছন থেকে উদ্ধার হল ‘সে’।
বাসন্তী সোনাখালি থেকে উদ্ধার বিশাল আকৃতির বিষাক্ত চন্দ্রবোড়া সাপ। সোনাখালি পাওয়ার হাউজ সংলগ্ন এলাকায় রাস্তার ধারে একটি প্রায় ৩ ফুট লম্বা বিশাল আকৃতির চন্দ্রবোড়া সাপটি উদ্ধার হয়।
এই সাপের ৪২ মিলিগ্রাম বিষেই মানুষের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান সর্প বিশেষজ্ঞ ফারুক আহমেদ সরদার। যান বিডিও স্টাফ আব্দুল্লাহ আলি সেখও।
বিষাক্ত চন্দ্রবোড়া সাপটিকে উদ্ধার করে ক্যানিং মাতলা রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়। মাতলা রেঞ্জ বন কর্মীদের হাতে তুলে দেওয়া হয় সাপটিকে। তবে এলাকায় এইভাবে বিষাক্ত সাপের আনাগোনা শুরু হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।