বছরের শেষ দিনে শুরু হয়েছে স্নো-ফল, তুষারের চাদরে ঢেকে গেল বাংলার এই গ্রাম...
জাঁকিয়ে শীতও পড়েছে সান্দাকফুতে।
ট্যুরিস্টরা সান্দাকফু-সহ সন্নিহিত বিস্তীর্ণ এলাকায় তাই খুশির মেজাজে!
সান্দাকফুতে বরফপাত অবশ্য নতুন কিছু নয়, আকস্মিকও নয়। তবে, এখানকার যা উচ্চতা, তাতে এটাই এখানে স্বাভাবিক।
সান্দাকফুতে ২-৩ ইঞ্চি পুরু বরফপাত নতুন কিছু নয়। তবে, আজ শনিবার দুপুরবেলা সবেমাত্র বরফ পড়তে শুরু করেছে।
গাছপালার পাতায়, লতা-গুল্মে, ঘাসে জমতে শুরু করেছে ধবধবে সাদা বরফগুঁড়ো।
আগামী কয়েকদিন এরকম হতে থাকলে জায়গাটি মোটা বরফচাদরে ঢেকে থাকবে। তখন অপূর্ব একটা দৃশ্য রচিত হবে সমস্ত উপত্যকা জুড়ে।