Week 2| Daily Cartoon| সোমান্তরাল| কাটলেট Canoe চেপে, সমুদ্র স্নানে যাবো, নেবে তো আমায়...
কাটলেট Canoe চেপে, সমুদ্র স্নানে যাবো, নেবে তো আমায়...
উফ... যা গরম! সিঙাড়া খেতে খেতে পাহাড় যাই.. চলুন
ওরে যাত্রী!
পুরী পে চর্চা
স্যার, স্বাস্থ্য দিবস, beer day, আনলিমিটেড অফারে, কাস্টমার ভগবান, আসেন যেন bar এ, bar এ
'দোহাই তোদের একটুকু চুপ কর, ভালোবাসিবারে দে আমারে অবসর!'
রবি ঠাকুর বলেছিলেন,"গহনা বড়ি শুধুমাত্র দেখার জন্য, খাওয়ার জন্য নয়"। ওঁর সাথে আমাদের তুলনা! আমাদের বরং ঘরের লোক সঞ্জীব চট্টোপাধ্যায়। লিখছেন,"কী এমন হাতি ঘোড়া ব্যাপার! ডাল বেটে, নুন দিয়ে ফেটিয়ে একটা সাদা কাপড়ের ওপর টুকুস টুকুস করে পেড়ে যাওয়া। সমস্যা নাক নিয়ে। উঁচু উঁচু না হলে বড়ি দেখে নাক উঁচু মানুষের মন ভরে না। থ্যাবড়া নাকী মেয়ে যেমন বিয়ের বাজারে অচল, চ্যাপ্টা নাক বড়িও তেমনি সমঝদারের সমালোচনার বস্তু।" সঞ্জীব বাবুর সেই বড়ি হনুমান অব্দি ছাড়েনি। নিয়ে পালিয়েছিল। মটন মটনের মতন। বড়ির আলাদা যতন।