ন্যূনতম ব্যালান্স ও জরিমানার হারে বড়সড় রদবদল করল এসবিআই
চার ধরনের শাখা রয়েছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার। এগুলি হল মেট্রো, আরবান, সেমি আরবান ও রুরাল। এইসব শাখাতে ন্যূনতম ব্যালান্স রাখার নিয়ম বিভিন্ন। তা রাখাতে না পারলে জরিমানার হারও ভিন্ন। সম্প্রতি ওইসব নিয়মে কিছুটা রদবদল করেছে এসবিআই।
মেট্রো ও আরবান শহরের শাখাগুলিতে ন্যূনতম ব্যালান্স রাখতে হবে ৩০০০ টাকা।
সেমি আরবান ও রুরাল শাখাগুলিতে ন্যূনতম ব্যালান্সের হার যথাক্রমে ২০০০ ও ১০০০ টাকা।
মেট্রো ও আরবান শহরের শাখাগুলিতে ন্যূনতম ব্যালান্সের অর্ধেক বা তার কম টাকা জমা থাকলে দিতে হবে দশ টাকা জরিমানা ও জিএসটি। পাশাপাশি, ন্যূনতম ব্যালান্স ৫০-৭৫ শাতংশের কম হলে দিতে হবে ১২ টাকা জরিমানা ও জিএসটি। জমা টাকার হার ৭৫ শতাংশের কম হলে দিতে হবে ১৫ টাকা জরিমানা।
সেমি আরবান শাখাগুলিতে ন্যূনতম ব্যালান্স ৫০ শতাংশের কম হলে জরিমানার হার ৭.৫ শতাংশ। ব্যালান্স ৭৫ শতাংশের কম হলে জরি মানার হার ১২ শতাংশ।
রুরাল এলাকার ক্ষেত্রে ব্যালান্স অর্ধেকের থেকে কম হলে ৫ টাকা জরিমানা হবে।
প্রধানমন্ত্রী জনধন যোজনা, পহলা কদম, পহলি উড়ান অ্যাকাউন্টের ক্ষেত্রে ন্যূনতম ব্যালান্সের কোনও বাধানিষেধ নেই।