Steve Smith Rewrites Record-Books: তাঁর সফট টার্গেট ভারতই! স্মিথের ঐতিহাসিক তাণ্ডব, ১৪০-এর আগুনে ছাই অতীতের সব রেকর্ড

Fri, 27 Dec 2024-5:06 pm,

বর্ডার-গাভাসকর ট্রফির শুরর আগের ছবি আর এখনকার ছবি রাতারাতি বদলে গেল। ভারত-অস্ট্রেলিয়া চলতি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগে স্মিথ প্রায় এক বছরের বেশি সময় ধরে টেস্টে সেঞুরির মুখ দেখেননি। সমালোচনার সুনামিতে ভেসে গিয়েছিলেন অজি সুপারস্টার। বিজিটি খেলতে নেমে সব সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন স্মিথ। ব্রিসবেনে তৃতীয় টেস্ট সেঞ্চুরিক পর মেলবোর্নে চতুর্থ টেস্টেও সেঞ্চুরি করলেন, পরপর শতরানে স্মিথ বুঝিয়ে দিলেন যে, এই প্রজন্মের 'দ্য ফ্যাব ফোর' কিন্তু বিরাট কোহলি, জো রুট, কেন উইলিয়ামসন ও তাঁকে নিয়েই। ব্যাট করতেই নয়, ব্যাট হাতে শাসন করতেও তিনি ভুলে যাননি। 

 

স্মিথ মেলবোর্ন টেস্টের প্রথম দিনের শেষে ৬৮ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিনে তিনি পয়মন্ত এমসিজি-তে বুঝিয়ে দিলেন যে, টেস্ট ক্রিকেটে তিনি অন্য় ধাতু দিয়েই তৈরি। ব্রিসবেনের (১০১) পর ফের ঝকঝকে সেঞ্চুরি। স্মিথের ব্যাট থামল ১৪০ রানে। লাল বলের ক্রিকেটে ৩৪ নম্বর সেঞ্চুরি তিনি সাজালেন ১৩টি চার ও ৩টি ছয়ে। আকাশ দীপের শিকার হন তিনি। 

 

পাকিস্তানের ইউনিস খান, ভারতের সুনীল গাভাসকর, ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা, শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনের সঙ্গেই এক আসনে বসলেন স্মিথ। লাল বলের ক্রিকেটে দেশের জার্সিতে ৩৪টি টেস্ট সেঞ্চুরির স্বাদ পেলেন তিনি। 

মেলবোর্নে স্মিথ একের পর এক রেকর্ড ভাঙলেন। টেস্টে ক্রিকেটে তিনি যা করলেন তা বিশ্বের আর কোনও ব্যাটার করেননি। স্মিথের সফট টার্গেট ভারতই! এই এই দেশের বিরুদ্ধে এখন সর্বাধিক টেস্ট সেঞ্চুরিকারী হয়ে গেলেন স্মিথ। ৪৩ ইনিংসে স্মিথের পকেটে চলে এল ১১টি সেঞ্চুরি। ভারতের বিরুদ্ধে সর্বাধিক টেস্ট শতরানকারী ক্রিকেটারদের তালিকায় মগডালে তিনি। দুয়ে জো রুট (৫৫ ইনিংসে ১০ সেঞ্চুরি), তিনে গারফিল্ড সোবার্স (৩০ ইনিংসে ৮), চারে ভিভ রিচার্ডস ( ৪১ ইনিংসে ৮) এবং পাঁচে রিকি পন্টিং (৫১ ইনিংসে ৮ সেঞ্চুরি)। ভারতের বিরুদ্ধে স্মিথের এখন ২৩০৫ রান করা হয়ে গেল ৬৪.০২-এর গড়ে। ১১ সেঞ্চুরি ও পাঁচ হাফ-সেঞ্চুরি রয়েছে তাঁর। সর্বাধিক স্কোর রয়েছে ১৯২।

 

বর্ডার-গাভাসকর ট্রফিতে এখন সর্বাধিক শতরানকারী স্টিভ স্মিথ। তাঁর এই নিয়ে বিজিটি-তে ১০ নম্বর শতরান চলে এল। দুয়ে বিরাট কোহলি (৯), তিনে আছেন সচিন তেন্ডুলকর (৯), চারে রিকি পন্টিং (৮) ও পাঁচে মাইকেল ক্লার্ক (৭)। বিরাট-সচিনকে ছাপিয়ে গেলেন স্মিথ

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link