৪ জিবি RAM, ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা! Flipkart-এ বিক্রি শুরু হল Poco M2 Pro

Sudip Dey Tue, 14 Jul 2020-7:06 pm,

এই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। ডিসপ্লের উপরে রয়েছে ওয়াটার ড্রপ নচ। হ্যান্ডসেটের পিছনের দিকে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনে রয়েছে ৫,০২০ mAh-এর নন-রিমুভেবল ব্যাটারি।

এই ফোনে রয়েছে Android 10 অপারেটিং সিস্টেম, Octa-core প্রসেসর আর Qualcomm SM7125 Snapdragon 720G (8 nm) চিপসেট।

এই ফোনে রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। যার মধ্যে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সার + ৫ মেগাপিক্সেলের ডেপ্ত সেন্সর + ২ মেগাপিক্সেল লো লাইট সেন্সর। সেলফির জন্য এই ফোনে রয়েছে ১৬ মেগাপিক্সলের ক্যামেরা।

তিন রকম স্টোরেজ ভেরিয়েন্টে মিলবে Poco M2 Pro স্মার্টফোন। ৪ জিবি RAM + ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৬ জিবি RAM + ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ আর ৬ জিবি RAM + ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজে পাওয়া যাবে এই ফোন।

Poco M2 Pro স্মার্টফোনের ৪ জিবি RAM + ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা। ৬ জিবি RAM + ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা এবং ৬ জিবি RAM + ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link