Diamonds and Gems: কমতে চলেছে হীরে-রত্নের দাম! কী বলছে বাজেট?
এ বছরের বাজেট পেশ হয়ে হয়েছে। বাজেটে কোভিড-পর্বে সব ব্যবসারই সমস্যা হয়েছে। সেই প্রেক্ষিতেই অর্থমন্ত্রী এবার ঝিমিয়ে পড়া হিরে-রত্ন বাজারটাও চাঙ্গা করার কথা বলেছেন।
পালিশ করা হিরে ও রত্নের দামের ক্ষেত্রে আমদানি শুল্ক ৫ শতাংশ কামনোর কথা ঘোষণা করলেন তিনি। আর আনকাট ডায়মন্ডের ক্ষেত্রে আমদানি শুল্ক একেবারে শূন্য হবে।
এখন রত্নের ক্ষেত্রে ইমপোর্ট ডিউটি চলছে ৭.৫ শতাংশ। লোকসভায় ২০২২-২৩ অর্থবর্ষের বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী এ কথা ঘোষণা করেছেন।
সীতারামন আরও জানান যে, সরকার এবার থেকে ই-কমার্সের মাধ্যমেও যাতে হিরে-রত্ন-মণির রফতানি চালানো যেতে পারে সেটার ব্যবস্থা করবে। যেজন্য একটি 'সিমপ্লিফায়েড রেগুলেটরি ফ্রেমওয়ার্ক'ও তৈরি করা হবে।
কেন এরকম করা হচ্ছে? অর্থমন্ত্রী বলেছেন, পুরো বিষয়টিই করা হচ্ছে, এই সেক্টরকে চাঙ্গা করার জন্য।
ইমিটেশন জুয়েলারির ক্ষেত্রেও কাস্টম ডিউটি এমন করা হবে, যাত আমদানি কম হয়। নতুন যে ছাড় মিলতে চলেছে, তাতে প্রতি কিলোগ্রামের ক্ষেত্রে ৪০০ টাকা করে দিতে হবে।