এবারের বিগ বসে উষ্ণতা ছড়াতে থাকবেন এই দশ প্রতিযোগী
বরাবরই স্পষ্টভাষী হিসাবে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় বলি অভিনেত্রী কোয়েনা মিত্র। বিগ বস ১৩-এর ঘরে থাকতে চলেছেন সাকি সাকি-খ্যাত কোয়েনা।
ছোট পর্দায় বালিকা বধু ধারাবাহিকে অভিনয় করার সূত্রে ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে ওঠেন রশমি দেশাই। এবার বিগ বসের 'সংসারে' তিনি কেমন, তাই দেখার।
ছোট পর্দায় পরিচিত মুখ আরতি সিং। তাঁকে এবার দেখা যাবে বিগ বস ১৩-এর আসরে।
টেলিভিশন কেরিয়ার এই মুহূর্তে বেশ ভালই চলছে দলজিয়েতের। কিন্তু টেলিভিশনে অভিনয় ছেড়েই বিগ বসের ঘরে থাকতে আসছেন দলজিয়েত।
রিয়েলিটি শোয় পরশের কাছে নতুন কিছু নয়। এর আগে স্প্লিট্সভিলা ৫-এ জয়ী হয়েছিলেন পরশ। এবার বিগ বস ১৩-এ আসতে চলেছেন তিনি।
উত্তরের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শেহনাজ গিল থাকছেন বিগ বস ১৩-এর ঘরে।
'বালিকা বধু'র মতো জনপ্রিয় ধারাবাহিকের দৌলতে ছোট পর্দার পরিচিত মুখ সিদ্ধার্থ।
বিগ বস ১৩-তে থাকবেন ছোট পর্দার 'গোপি বহু'-খ্যাত দেবলীনা।
সফল মডেল ও ছোট পর্দার অভিনেত্রী মাহিরা শর্মা এবারের বিগ বসের কনিষ্ঠতম সদস্যদের মধ্যে একজন।
জনপ্রিয় সাংবাদিক ও নিউজ অ্যাঙ্কার শেফালি বাজ্ঞাও হাজির থাকবেন বিগ বস ১৩-তে।