Breakup Day 2024: ব্রেক-আপ হয়েছে? আপনার রাশির মধ্যেই লুকিয়ে বিচ্ছেদের রহস্য
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফেব্রুয়ারি মাস মানেই ভালোবাসার মাস। মাসে এক সপ্তাহ ধরে চলে ভ্যালেন্টাইনস উইক। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয় ভালোবাসার এই সপ্তাহ। রোজ ডে, প্রপোজ ডে, চকোলেট ডে, আরও অনেক ডে। অবশেষে ১৪ ফেব্রুয়ারি গোটা বিশ্বজুড়ে পালিত হয় ভ্যালেন্টাইনস ডে। কিন্তু ভ্যালেন্টাইনস ডে-র ঠিক এক সপ্তাহ পরেই আসে ব্রেক-আপ ডে। প্রেমে পড়ার মতো সম্পর্ক কেটে যাওয়াও উদযাপন করা হয় এই দিনে। ২১ ফেব্রুয়ারি ব্রেক-আপ ডে-তে জেনে নিন কোন কোন রাশির জাতকরা সম্পর্ক ভেঙে যাওয়ার ধাক্কা সামলে উঠতে পারেন না।
বৃশ্চিক রাশির জাতক জাতিকারা গভীরভাবে মন থেকে ভালোবেসে ফেলে। ফলে তাদের জন্য ব্রেক-আপের ধাক্কা সামলানো কঠিন হয়ে ওঠে। দুঃখ, হতাশা ও অবসাদের সঙ্গে লড়াই করতে হয়। এমনকি তারা অন্যদের থেকে সরে আসতে শুরু করে। সঙ্গীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেলে পরবর্তী সময়টা এদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং হয়।
বৃষ রাশির জাতক জাতিকারা একগুঁয়ে প্রকৃতির জন্য পরিচিত। এরা ব্রেকআপের কষ্ট নিতে পারে না। কাউকে ভালোবাসলে, তাদের জন্য সবকিছু করতে পারে। কিন্তু তার থেকে দূরে যাওয়া এদের জন্য সহজ হয় না। ব্রেক-আপের পর পুরনো স্মৃতিকে আঁকড়ে রাখে। ফলে তাদের আত্মসম্মানে আঘাত লাগে। ভালোবাসার সঙ্গীর সঙ্গে বিচ্ছেদের পর, সেই ধাক্কা সামলে উঠতে এদের কষ্ট হয়।
মেষ রাশির ব্যক্তিরা দৃঢ় ইচ্ছাশক্তি সম্পন্ন হয়। ব্রেক-আপের পরে এগিয়ে যাওয়া তাদের জন্য চ্যালেঞ্জিং করে তোলে। ভালো সময়ের স্মৃতি ধরে রাখে,কারণ সেগুলি অতীতে কাটানো সুন্দর মুহূর্তকে মনে করায়। বর্তমানে অন্য কারোর সঙ্গে সম্পর্কে যেতে পারেন না। বরং কী ভাবে ব্রেক-আপের পরেও সঙ্গীকে আবার নিজের জীবনে ফিরিয়ে আনা যায়, সেই চেষ্টা এরা করতে থাকেন।
সিংহ রাশিরা বাইরে থেকে খুবই শক্তসামর্থ্য এবং অহংকারী হয়। কিন্তু সম্পর্ক শেষ হলে মেনে নিতে পারে। ব্রেক-আপ হয়ে গেলে এদের অহং বোধে ধাক্কা লাগে। তাদের চিন্তাভাবনা আরও ভাল হতে পারে। সঙ্গী হারানোর ব্যথায় এরা ভিতর থেকে ভেঙে পড়ে এবং প্রাক্তনকে মিস করতে শুরু করে।
মিথুন রাশি জাতক জাতিকরা পুরনো কিছুই ভুলতে পারেন না। সম্পর্ক ভেঙে যাওয়ার পর অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে দিন কাটায়। প্রাক্তন কোনও কথা ভুলতে পারে না। এমনকি প্রাক্তন কী করতেন, কী বলতেন, এই সব নিয়ে ভাবতে থাকেন। এর প্রভাব তাদের বর্তমানেও পরতে থাকে।