Celeb at TMC 21 July Shahid dibas: বিজেপি থেকে সরাসরি একুশের মঞ্চে শ্রাবন্তী, হাজির দেব-সোহমও, দেখা নেই মিমি-নুসরতের!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তৃণমূলের প্রচারে থাকলেও একুশের সমাবেশে দেখা মিলল না প্রাক্তন সাংসদ নুসরত জাহান ও মিমি চক্রবর্তীর। অন্যদিকে গত বিধানসভা ভোটে বিজেপির প্রার্থী শ্রাবন্তীকে দেখা গেল একুশের মঞ্চে।
একুশের মঞ্চে গান গাইলেন ভূমি ব্যান্ডের সৌমিত্র রায়। প্রতিবারের মতো এবছরও তিনি হাজির ছিলেন সমাবেশে।
প্রতিবছরের মতো একুশের সমাবেশে দেখা গেল দেবকে। পাশে ছিলেন তৃণমূলের সাংসদ ইউসুফ পাঠান।
একুশের মঞ্চে তাঁর তৈরি নতুন গান শোনালেন নচিকেতা।
মেদিনীপুর কেন্দ্র থেকে এই বছর সাংসদ হয়েছেন জুন মালিয়া, অন্যদিকে বরানগর কেন্দ্র থেকে প্রথমবার বিধায়ক হয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। দুজনকেই দেখা গেল একুশের মঞ্চে।
প্রতিবছরের মতো এবছরও হাজির ছিলেন তৃণমূলের চারবারের সাংসদ শতাব্দী রায়।
একুশের মঞ্চে এদিন দেখা গেল রিমঝিম মিত্রকে। কিছুদিন আগেই তৃণমূলের ধর্ণা মঞ্চে দেখা গিয়েছিল তাঁকে। বিজেপি ছেড়ে এবার সরাসরি তৃণমূলের মঞ্চে দেখা গেল রিমঝিমকেও। পাশেই দেখা গেল সোহম চক্রবর্তীকেও।
এদিন মঞ্চে গান গাইতে দেখা গেল সংগীতশিল্পী সুরজিত্ চট্টোপাধ্যায়কে।
প্রথমবার সাংসদ হিসাবে একুশের মঞ্চে হাজির ছিলেন সায়নী ঘোষ।
সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেছেন বিধায়ক কাঞ্চন মল্লিক। তাঁর পোস্ট করা একটি ছবিতে দেখা মিলল ব্রাত্য বসু, ইন্দ্রনীল সেন ও ব্রাত্য বসুকে।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ও অখিলেশ যাদবের পাশেই দেখা গেল বিধায়ক রাজ চক্রবর্তী ও প্রথমবারের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে।
এদিনের সবচেয়ে বড় চমক ছিলেন শ্রাবন্তী। গত বিধানসভায় বিজেপির প্রার্থী শ্রাবন্তী এবার হাজির ছিলেন একুশের সমাবেশে। মঞ্চেই তৃণমূল সুপ্রিমোর পা ছুঁয়ে প্রণাম করলেন অভিনেত্রী।