Lok Sabha Election 2024: ভোট বড় বালাই! প্যাচপেচে গরমে রোড শো সায়নী-অনন্যার
অয়ন ঘোষাল: তেতে পুড়ে শেষ কলকাতা। তার মধ্যেই মুকুন্দপুরে রোড শো সায়নী, অনন্যার। শরীর সুস্থ রাখতে পান্তা ভাত আর পর্যাপ্ত পানীয় জল টোটকা সায়নীর।
মিছিলে হাঁটা কর্মীদের জন্য অনন্যার হাতিয়ার ১০০ মিটার অন্তর জলছত্র।
সাত সকালেই কলকাতা ৩৬ প্লাস। সকাল ১০ টায় শহরের আপেক্ষিক আর্দ্রতা ৮৪ ছুঁই ছুঁই। তাও ভোট বড় বালাই। দিন এগিয়ে আসছে। সুবিশাল এলাকা নিয়ে তৈরি যাদবপুর লোকসভা কেন্দ্র। সকাল বিকেল প্রচার চালিয়ে যেতে হবে। মুকুন্দপুর মোড় থেকে সকাল ১০ টায় হুডখোলা জিপে রোড শো।
মাথার ওপর সূর্যদেব তখনই রীতিমতো নির্দয় হয়ে আগুন ঝরাচ্ছেন। তারই মধ্যে স্কেটিং বয়, পোস্টার, ব্যানার, ফ্লেক্স সহ বর্ণাঢ্য রোড শো করা সাংগঠনিক ভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষে সহজ হলেও কর্মীদের টানা প্রায় দেড় কিলোমিটার হাঁটানো নেতাদের কাছে অত্যন্ত চ্যালেঞ্জিং।
বর্ণাঢ্য এই রোড শোয়ে ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবির পোস্টার, মুখ্যমন্ত্রীর রাজ্যবাসী কে দেওয়া একগুচ্ছ প্রকল্পের কথা
১০৯ নম্বর ওয়ার্ডের ৪ টি আবাসন এবং ৩ টি বস্তি সহ প্রায় দেড় কিলোমিটার এই রোড শোয়ে সামিল প্রায় ১২০০ তৃণমূল কংগ্রেসের কর্মী।