Solar Eclipse On April 8: গ্রহণগ্রাসে সূর্য! বছরের প্রথম মহাজাগতিক বিস্ময় একনজরে...

Tue, 09 Apr 2024-5:44 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৮ এপ্রিল উত্তর আমেরিকা জুড়ে মানুষ সাক্ষী থাকতে পেরেছেন সূর্য গ্রহণের। 

চলতি বছরের এই সূর্য গ্রহণ দিনকে রাতে পরিণত করেছিল। মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে এই গ্রহণ দেখার জন্য। 

একটি সূর্যগ্রহণ হল একটি জ্যোতির্বিদ্যাগত ঘটনা যেখানে চাঁদ, পৃথিবী এবং সূর্যের মাঝখানে চলে যায় এবং সূর্যের আলোকে সম্পূর্ণ বা আংশিকভাবে অবরুদ্ধ করে। 

চাঁদ সম্পূর্ণরূপে সূর্যকে ঢেকে দেয়, তখন এটি পৃথিবীতে একটি ছায়া ফেলে, যাকে "সমগ্রতার পথ" বলা হয়। 

মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার জুড়ে মোট ১৮৫ কিলোমিটার প্রসারিত জায়গা জুড়ে এই গ্রহণ দৃশ্যমান হয়েছিল।

পুরো ইভেন্টটি অর্থাৎ এই পুরো গ্রহণটি প্রায় আড়াই ঘন্টা সময় নিয়েছে, তবে সম্পূর্ণতা মাত্র চার মিনিট স্থায়ী হয়েছে। 

NASA আগেই জানিয়েছিল, সম্পূর্ণ অন্ধকার হয়ে যাওয়ার দৃশ্যটি ৪ মিনিট ২৭ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হবে বলে আশা করা হচ্ছে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link