Train Cancellation in Sealdah: দু`দিন বন্ধ শিয়ালদহ ডিভিশনে বহু লোকাল ট্রেন, বদল সময়সূচিতেও...
অয়ন ঘোষাল: লাইন মেরামতি এবং রক্ষণাবেক্ষণের কাজ চলবে আগামী শনি এবং রবিবার। তাই ২০ ও ২১ জুলাই শিয়ালদহ মেইন শাখার একাধিক লোকাল ট্রেন বাতিল করার কথা জানিয়েছে রেল।
লোকাল ট্রেনের পাশাপশি বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ বদল করা হয়েছে। কয়েকটি ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। বাতিল ট্রেনের প্রায় সব ক’টিই লোকাল।
শনিবার আপ–ডাউন মিলিয়ে এক জোড়া নৈহাটি–ব্যান্ডেল, এক জোড়া শিয়ালদহ–শান্তিপুর, এক জোড়া শিয়ালদহ–রানাঘাট, এক জোড়া কল্যাণী সীমান্ত–নৈহাটি লোকাল বাতিল করা হয়েছে।
২০ তারিখ বাতিল: নৈহাটি - ব্যান্ডেল: আপ 37557/ ডাউন 37558 শিয়ালদহ - শান্তিপুর: আপ 31541/ ডাউন 31540 শিয়ালদহ – রানাঘাট: আপ 31631/ ডাউন 31636 কল্যাণী সীমান্ত – নৈহাটি: ডাউন 31192।
২১ তারিখ বাতিল: নৈহাটি - ব্যান্ডেল: আপ 37521, 37523, 37525, 37527/ ডাউন 37522, 37524, 37526, 37528 শিয়ালদহ - কৃষ্ণনগর: আপ 31811, 31813 / আপ 31812, 31814 শিয়ালদহ – শান্তিপুর: আপ 31511, 31513 / ডাউন 31514, 31516 শিয়ালদহ – রানাঘাট: আপ 31611 / ডাউন 31614 নৈহাটি - কল্যাণী সীমান্ত: আপ 31191 শিয়ালদহ – কল্যাণী সীমান্ত: আপ 31311, 31313 / ডাউন 31314, 31316 রানাঘাট – নৈহাটি: আপ 31711 / ডাউন 31712
২০ জুলাই 31341 শিয়ালদহ–কল্যাণী সীমান্ত লোকালের শেষ স্টেশন কল্যাণী সীমান্তের বদলে নৈহাটি স্টেশন হবে। ২১ জুলাই রবিবার 31312 কল্যাণী সীমান্ত–শিয়ালদহ লোকাল কল্যাণী সীমান্ত স্টেশনের বদলে ছাড়বে নৈহাটি থেকে।