`ফণি`র হাত থেকে বাঁচতে বাতিল ৭৪টি এক্সপ্রেস, লোকালেরও সময়সূচি বদলের সম্ভাবনা

Wed, 01 May 2019-7:33 pm,

ফণি আতঙ্কে কাঁটা সবাই। আবহবিদরা বলছেন, ৩ মে গোপালপুর ও চাঁদবালির মাঝে আছড়ে পড়বে ঝড়। ঝড়ের গতিবেগ হতে পারে সর্বোচ্চ ১৮৫ কিলোমিটার।

ফণির প্রভাবে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ- এই ৩ রাজ্যের উপকূল অঞ্চলে কড়া সতর্কতা জারি করা হয়েছে। উপকূল খালি করতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

পাশাপাশি, ফণির জেরে বাতিল করা হচ্ছে ৭৪টি ট্রেনও। যাত্রী সুরক্ষায় পূর্ব উপকূলগামী ৭৪টি ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ইস্টার্ন রেলওয়ে।

২ মে বিকেল থেকে ভুবনেশ্বর ও পুরীগামী সব ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩ মে-ও বাতিল থাকবে ট্রেন।

 

বাতিল করা হয়েছে  ২ মে-র হাওড়া থেকে ইস্ট কোস্ট এক্সপ্রেস। ২ মে হাওড়া থেকে ছাড়বে না করমণ্ডল এক্সপ্রেসও।

২ মে বিকেল থেকে ভদ্রক-বিজয়নগরমের মধ্যে সব ট্রেন বন্ধ থাকবে দুর্যোগ না কাটা পর্যন্ত। ভূবনেশ্বর, পুরী, বিশাখাপাটনম সহ দক্ষিণ ভারতের বেঙ্গালুরু, চেন্নাই, সেকেন্দ্রাবাদগামী সব ট্রেনের সূচি-ই নিয়ন্ত্রণ করা হচ্ছে।

পাশাপাশি, শিয়ালদা ও হাওড়া ডিভিশনে লোকাল ট্রেন চলাচলও নিয়ন্ত্রণ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে বাতিলও করা হতে পারে বেশকিছু ট্রেন।

দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা (১)  

দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা (২)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link