জমজমাট Dance Bangla Dance, `ছঁইয়া ছঁইয়া`র তালে ঝড় তুলতে চলেছেন পর্দার `রানিমা`
২৮ এবং ২৯ আগস্ট Zee বাংলার 'Dance Bangla Dance' হতে চলেছে জমজমাট, গোটা অনুষ্ঠানটি হতে চলেছে তারকাখচিত। এদিন প্রতিযোগীদের সঙ্গে পারফর্ম করবেন Zee বাংলার জনপ্রিয় বিভিন্ন ধারাবাহিকের তারকারা।
এই প্রথমবার পর্দার 'রানিমা'র খোলস ছেড়ে বের হয়ে এক্কেবারে অন্যরূপে দেখা যাবে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে। বলিউডের 'ছঁইয়া ছঁইয়া' গানে মঞ্চ মাতাবেন দিতিপ্রিয়া।
এই অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা যাবে Zee বাংলার বিভিন্ন ধারাবাহিকের তারকাদের। তাঁদের মধ্যে থাকছেন 'যুমনা ঢাকি'র 'যমুনা' ও 'সঙ্গীত' অর্থাৎ অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য, রুবেল দাস।
গোবিন্দার সঙ্গে ডান্স পারফর্ম করতে দেখা যাবে Zee বাংলার 'কৃষ্ণকলি' ধারাবাহিকের 'নিখিল', নতুন ধারাবাহিক 'উমা'র অভিমুন্য অর্থাৎ অভিনেতা নীল ভট্টাচার্যকে।
এছাড়াও পারফর্ম করবেন 'কি করে বলব তোমায়' ধারাবাহিকের 'রাধিকা' ওরফে স্বস্তিকা দত্ত, 'মিঠাই' ধারাবাহিকের 'সোম' অর্থাৎ ধ্রুব সরকার। 'অপরাজিতা অপু'র 'দীপু' অর্থাৎ রোহান ভট্টাচার্য।
এদিন থাকছে 'Dance Bangla Dance'-এর প্রতিযোগীদের পারফরম্যান্স। নৃত্যগুরুদের অসাধারণ বর্ণময় , উজ্জ্বল উপস্থিতি।
এদিন গোটা অনুষ্ঠানের সঞ্চালনায় বিক্রম চট্টোপাধ্যায় সঙ্গে থাকবেন সবার প্রিয় অভিনেতা আবীর চট্টোপাধ্যায়।