ইতিহাসে ভারতীয় রেল, ডিজেল বনে গেল `লোকো ইলেকট্রিকে`

Sun, 04 Mar 2018-3:23 pm,

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'মেক ইন ইন্ডিয়া'য় সফল প্রয়োগ ভারতীয় রেলের। আর তাতেই তৈরি হল নয়া ইতিহাস।  

লোকোমোটিভ ডিজেল ইউনিটকে ইলেকট্রিক ডিজেল লোকোয় বদলে দিল বারণসীর রেল কারখানা।

রেলের দাবি, এই প্রথম বিশ্বে ডিজেল লোকো-কে বদলানো হল ইলেকট্রিক লোকোয়। এই অসাধ্য সাধনই করেছে ভারতীয় রেল। 

রেলের মুখপাত্র নিতিন মেহরোত্রার কথায়, স্বপ্ল সময়ের মধ্যেই এই প্রকল্প শেষ করার চ্যালেঞ্জ নিয়েছিলাম। গত বছর ২২ ডিসেম্বর শুরু হয়েছিল কাজ। ২৮ ফেব্রুয়ারির মধ্যে সফলভাবে বদল করা হয়েছে। 

 

নিতিন জানিয়েছেন, ডিজেল লোকো-কে WAGC3 শ্রেণিতে রূপান্তরিত করা হয়েছে। এই প্রকল্পে দুটি ডিজেল লোকোমোটিভকে স্থায়ীভাবে ১০ হাজার হর্সপাওয়ারের ইলেকট্রিক ইউনিটে পরিণত করা হয়েছে।  

এই প্রকল্পে কাজ করেছে রেলের গবেষণা সংস্থা রিসার্চ ডিজাইনস অ্যান্ড স্ট্যান্ডার্ড অরগানাইজেশন, চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়ার্কস, DLW ও ভারত হেভি ইলেট্রক্যালস লিমিটেড। নেতৃত্ব ছিলেন রেল বোর্ডের সদস্য ঘনশ্যাম সিং ও রেশমি গোয়েল। 

WDG3A ডিজেল লোকোমোটিভ ইউনিট একটা নির্দিষ্ট সময় পরে মোটর বদল করা হয়। সেই ইউনিটগুলিই এবার বিদ্যুতবাহীতে পরিণত করা হবে। এ জন্য বিস্তারিত পরিকল্পনাও সেরেছে রেল।    

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link