এনডিএতে ধাক্কা, বিজেপি বিরোধী মহাজোটে যোগ দিলেন উপেন্দ্র কুশওয়াহা
এনডিএ থেকে সরে এসেছিলেন আগেই। এবার বিহারে বিজেপি বিরোধী মহাজোটে যোগ দিলেন রাষ্ট্রীয় লোক সমতা পার্টির(আরএসএলপি) সভাপতি উপেন্দ্র কুশওয়াহা।
বৃহস্পতিবার কুশওয়াহা বলেন, এনডিএতে আমাদের দাবিয়ে রাখা হয়েছিল। বিহারের মানুষের দুর্দশার দিকে কারও নজর ছিল না। তাই এমন এক শিবিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি যারা মানুষের কথা ভাবে। ইউপিএ এমনই এক শিবির।
কুশওয়াহা আরও বলেন, আমাদের সামনে আরও অনেক পথ খোলা ছিল। রাহুল গান্ধী ও লালু প্রসাদ যাদব আমাদের যেভাবে আমাদের ডাক দিয়েছেন সেই ডাকে সাড়া দিয়েই মহাজোটে যোগ দিয়েছি।
এদিকে কুশওয়াহার যোগদানের ফলে ইউপিএর সুবিধে হবে মনে করছে কংগ্রেস। দলের নেতা আহমেদ প্যাটেল বলেন, কুশওয়াহা মহাজোটে যোগ দিচ্ছেন এটা খুবই খুশির খবর।
গত সপ্তাহেই কুশওয়াহা অভিযোগ করেন, ‘এনডিএ বিহারের মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। রাজ্যে বিশেষ মর্যাদা নিয়ে কিছুই করেনি মোদী সরকার।‘ তাঁর ওই মন্তব্যের পরই তিনি এনডিএ থেকে সরে আসেন। তার পর থেকেই তাঁর ইউপিএতে যোগ দেওয়ার জল্পনা ঘুরপাক খাচ্ছিল।