খেজুরি থেকে Mamata-কে চ্যালেঞ্জ, মঞ্চে নানা মুডে ধরা দিলেন Suvendu

Tue, 19 Jan 2021-10:45 pm,

মৌপিয়া নন্দী (ডেপুটি এডিটর):  কাল মমতার চমক। নন্দীগ্রামে প্রার্থী তিনি নিজেই। শুভেন্দু খোলা চ্যালেঞ্জ, 'হাফ লাখ ভোটে হারাব'। তারপর আজ খেজুরির হেঁড়িয়াতে শুভেন্দু। মুখ যদি মনের আয়না হয়, তাহলে দিনভর কেমন মুডে ছিলেন তিনি? ধরা পড়ল Zee ২৪ ঘণ্টার ক্যামেরায়।

 

খেজুরির সভায় যাঁরা আসতে চেয়েছিলেন, সেইসব বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ। মঞ্চে বসেই ঈষৎ বিচলিত শুভেন্দু। 

নিজে উদ্যোগ নিয়ে খোঁজখবর নিচ্ছিলেন 'আক্রান্ত' বিজেপি কর্মীদের। ঘন ঘন ফোন করছিলেন শুভেন্দু। তখন যেন একটু অস্থির দেখাচ্ছিল তাঁকে।

 

এরইমধ্য়ে আবার ভাই সৌমেন্দুকে বক্তব্য রাখার অনুরোধ করলেন সভার উদ্যোক্তারা। ঠিক তখনই দাদারূপে ধরা দিলেন শুভেন্দু। হাল্কা ধমকের সুরে বললেন, 'না ও কিছু বলবে না'। তীক্ষ্ম চোখে কি মেপেও নিলেন, সভায় কত লোক হল?

এদিন শুভেন্দু নিজে শহিদ পরিবারের হাতে শীতের পোশাক তুলে দেন। ততক্ষণে সভাস্থলে পৌঁছে গিয়েছেন বাবুল সুপ্রিয়। তাঁকে দেখে মেজাজও বদলে গেল শিশির-পুত্রের।

বাবুলকে আলিঙ্গন করে নিজের পাশে বসালেন শুভেন্দু। মুখে তখন চাওড়া হাসি। একান্তে বেশ কিছুক্ষণ ধরে চলল আলোচনা। বাবুল, শুভেন্দুকে মনে করিয়ে দিলেন, তাঁদের দু'জনের জন্ম একই সালে, এমনকী তারিখটাও এক!

লকেট চট্টোপাধ্যায়ের ভাষণ শেষ। এবার মাইকের সামনে শুভেন্দু। 'একদা বিশ্বস্ত সেনাপতি' তীব্র আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্য়ায়কে। সঙ্গে নিশানায় ভাইপোও। তীব্র শ্লেষে, রুখে দাঁড়ানোর মেজাজে ছুঁড়ে দিলেন একের এক চ্যালেঞ্জ। সময় বেঁধে দিলেন পুলিসকেও।

হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে পুলিস সুপারের অফিসের সামনে ধর্ণার হুমকি দিলেন শুভেন্দু। বুঝিয়ে দিলেন, বিজেপি কর্মীদের পাশে আছেন। সভাস্থল থেকে যখন বেরিয়ে যাচ্ছেন, তখন শুভেন্দুর কাছে বেশ কয়েকজন বিজেপি কর্মী আক্রান্ত হওয়ার কথা বললেন। অভয়বাণী দিয়ে বুঝিয়ে দিলেন, লড়াইটা করতে হবে। ভয় পেলে চলবে না।

 

তাহলে নন্দীগ্রামে মমতার বিরুদ্ধে কি প্রার্থী শুভেন্দুই? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। স্পষ্ট করে কিছুই জানালেন না 'মেদিনীপুরের ভূমিপুত্র'।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link