Petrol Price: পেট্রল ২ টাকা লিটার! আপনি কিনতে পারবেন? জেনে নিন কোন দেশে
বহুদিন ধরে পেট্রলের দাম ১০০ টাকার নীচে নামেনি। এনিয়ে ভারতে শোরগোলের অন্ত নেই। কেন্দ্র সেস কমিয়ে জন সাধারণের উপরে বোঝা কিছুটা কমালেও একশো টাকা চাপ নিতে হিমশিম খাচ্ছে জনতা জনার্দন।
এশিয়ার কয়েকটি দেশে পেট্রলের দাম ভারতের থেকে কম। এনিয়ে মোদী সরকারকে নিশানা করতে কসুর করছে বিরোধীরা। কিন্তু দুনিয়ার এমন দেশও রয়েছে যেখানে পেট্রলের দাম অবিশ্বাস্য রকমের কম।
ডিসেম্বরের প্রথম সপ্তাহে তেল উত্পাদনকারী দেশ ভেনেজুয়েলায় পেট্রলের দাম ছিল ১.৮৮৫ টাকা প্রতি লিটার। জ্বালানীর দাম দুনিয়ায় সবচেয়ে কম ভেনেজুয়েলাতেই।
globalpetrolprices.com এর এক প্রতিবেদন অনুযায়ী, সাধারণভাবে ধনী দেশগুলিতে পেট্রলের দাম বেশি। অন্যদিকে, গরবি ও তেল উত্পাদনকারী দেশগুলিতে পেট্রলের দাম অনেকটাই কম। তবে ভেনেজুয়েলায় তেলের দাম সবচেয়ে কম।
ভেনেজুয়েলার পর পেট্রলের দাম সবচেয় কম ইরানে। সেদেশে পেট্রলের দাম ৩.৮৬৬ টাকা প্রতি লিটার।
অন্যদিকে, পেট্রলের দাম সবচেয়ে বেশি হংকংয়ে। এখানে পেট্রল বিক্রি হয়েছে ১৯৫.১১৩ টাকা প্রতি লিটার। এর পরেই রয়েছে নেদারল্যান্ডস। সেখানে প্রতি লিটার পেট্রলের দাম ১৭০.৭ টাকা প্রতি লিটার।