Sonargaon Blast: কীটনাশক তৈরির কারখানায় আচমকা বিস্ফোরণ, ঝলসে গেলেন ১০ শ্রমিক

Sonargaon Blast: শ্রমিকরা জানান, অন্যান্য দিনের মতো রবিবারও সকাল থেকে তারা কারখানার ইউনিট ওয়ানে কীটনাশক তৈরির কাজ করছিলেন। তখন সেখানে হঠাৎ করে বিস্ফোরণ হয়

Updated By: Nov 24, 2024, 01:28 PM IST
Sonargaon Blast: কীটনাশক তৈরির কারখানায় আচমকা বিস্ফোরণ, ঝলসে গেলেন ১০ শ্রমিক

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশের এক কীটনাশক তৈরির কারাখানার বিস্ফোরণে ঝলসে গেলেন ১০ শ্রমিক। রবিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কতজনের অবস্থা গুরুতর তা এখনও জানা যায়নি। আজ ওই দুর্ঘটনা ঘটেছে বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বসুন্ধরা কোম্পানির একটি কারখানায়।

আরও পড়ুন-বদলের বাংলাদেশ! হেফাজতে ইসলামের হুমকির মুখে বন্ধ হল লালন মেলা

কারখানার শ্রমিকরা জানান, অন্যান্য দিনের মতো রবিবারও সকাল থেকে তারা কারখানার ইউনিট ওয়ানে কীটনাশক তৈরির কাজ করছিলেন। তখন সেখানে হঠাৎ করে বিস্ফোরণ হয়। এতে আশপাশে থাকা ১০ শ্রমিক দগ্ধ হয়। বিস্ফোরণের পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়ে ফেলে। পরে কারখানার নিজস্ব বাসে দগ্ধদের ঢাকায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো: শাওন বিন রহমান জানান, দগ্ধদের ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে।

এখনওপর্য়ন্ত পাওয়া খবর অনুযায়ী অগ্নিদগ্ধরা হলেন, বিপ্লব (২৮), আরিফ (১৭), হাসান (২২), শাওন (২৪), হোসাইন (১৮), চঞ্চল (২৬), তামজিদ শেখ (৪০), তন্ময় (২৫), নুর ইসলাম (২৩) এবং আল আমিন (২৪)। বসুন্ধরা কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাদের পাওয়া যায়নি। তবে কারখানার ভেতর স্থানীয় সংবাদকর্মীরা প্রবেশ করতে চাইলে তাদের ঢুকতে দেওয়া হয়নি।

 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.