সচিনের রেকর্ড ভেঙে বিশ্বে দ্রুততম ১২,০০০ রান বিরাট কোহলির
কিংবদন্তি সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে একদিনের ক্রিকেটে দ্রুততম বারো হাজার রানের নজির গড়লেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
বুধবার ক্যানবেরার মানুকা ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ২৩ রান করার সঙ্গে সঙ্গেই ওয়ান ডে ক্রিকেটে ১২,০০০ রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন কিং কোহলি।
২৫১ টি একদিনের ম্যাচে ২৪২ টি ইনিংসে ১২,০০০ রানের এলিট ক্লাবে ঢুকে পড়লেন কিং কোহলি।
কিংবদন্তি সচিন তেন্ডুলকর ৩০৯ টি ওয়ান ডে ম্যাচ খেলে ৩০০ টি ইনিংসে বারো হাজার রান পূর্ণ করেছিলেন। বিশ্বের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ওয়ান ডে ক্রিকেটে এতদিন এই রেকর্ড ছিল সচিনের ঝুলিতে।
কিংবদন্তি সচিন তেন্ডুলকরের থেকে ৫৮ টি ইনিংস কম খেলে ১২,০০০ রানের গণ্ডি ছুঁলেন বিরাট কোহলি। দ্রুততম হিসেবে একদিনের ক্রিকেটে বারো হাজার রান করায় রেকর্ড বুকে নাম তুলে ফেললেন কিং কোহলি।