কিং কোহলির আরও একটা শতরান, শনিবার কটা রেকর্ড ভেঙে গড়াগড়ি খেল

Sat, 27 Oct 2018-11:17 pm,

প্রথম ভারতীয় হিসেবে লাগাতার তিনটি শতরান করলেন বিরাট কোহলি। তাঁর আগে কুমার সঙ্গাকারা। সঙ্গাকারার দখলে লাগাতার চারটি সেঞ্চুরি।  

ঘরের মাঠে আবার বিরাট কোহলি লাগাতার চারটি শতরান করলেন। 

প্রথম অধিনায়ক হিসেবে সেঞ্চুরির হ্যাটট্রিক। 

প্রথম ক্রিকেটার হিসেবে একই বিপক্ষের (উইন্ডিজ) বিরুদ্ধে পরপর ৪টি শতরান বিরাটের।   

২০১৭ সালে কোহলির শতরান ১১। ২০১৮ সালে ১০টি শতরান। সবমিলিয়ে ২ বছরে ২১টি সেঞ্চুরি। দু'বছরে সচিন হাঁকিয়েছিলেন ২০টি শতরান। সেই রেকর্ড ভাঙলেন কোহলি।   

একদিনের ক্রিকেটে ৩৮ তম শতরান করলেন বিরাট। তাঁর আগে শুধুমাত্র সচিন তেন্ডুলকর। ৪৯টি সেঞ্চুরি রয়েছে সচিনের। 

আন্তর্জাতিক ক্রিকেটে মোট সেঞ্চুরির নিরিখে বিরাটের আগে রয়েছেন সচিন (১০০), রিকি পন্টিং (৭১)ও সঙ্গাকারা (৬৩)। ফলে সচিনের সেঞ্চুরির সেঞ্চুরি রেকর্ড বিরাট ভাঙতে পারেন কিনা, সেটাই এখন দেখার।

 

একদিনের ক্রিকেটে শেষ ১০টি ইনিংসে বিরাটের রান ৯৯৭। ১০ ইনিংসে যে কোনও দেশের ক্রিকেটারের ক্ষেত্রে এটাই সর্বোচ্চ।

২০১৬ সাল থেকে এখনও পর্যন্ত একদিনের ক্রিকেটে ৩৪০০ রানের বেশি করেছেন বিরাট। গড় ৯৮.৫। 

চলতি বছরেই বিরাট করেছেন ১১৪৬ রান। গড় ১৬৭.১৫। 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link