নাম বদলে যাচ্ছে আরসিবি-র, পাল্টাচ্ছে লোগো! কোহলির আইপিএল ভাগ্য খুলবে?
কিছুতেই আইপিএলে ভাগ্যের চাকা ঘুরছে না বিরাট কোহলির। একের পর এক আইপিএল মরশুম যাচ্ছে। কিন্তু কোহলির আরসিবি আর সাফল্য পাচ্ছে না।
আসন্ন আইপিএলে নাম বদলে খেলতে পারে আরসিবি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর থেকে কোহলির দলের নাম হতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পাল্টে যেতে পারে দলের লোগো-ও।
বেঙ্গালুরু থেকে ব্যাঙ্গালোর নাম পরিবর্তন করেছিল ইংরেজরা। উচ্চারণের সুবিধার জন্যই এমনটা করেছিল তারা। কিন্তু ২০১৪ সালে ফের বেঙ্গালুরু নাম ফিরিয়ে আনে দেশের সরকার।
জানা যাচ্ছে, সমর্থকরাই দলের নাম পরিবর্তন চেয়েছিলেন। আর তাঁদের কথা মাথায় রেখেই ফ্র্যাঞ্চাইজি এই সিদ্ধান্ত নিয়েছে। ২০০৮ সাল থেকে আইপিএলে খেলছে আরসিবি। কিন্তু এখনও পর্যন্ত ট্রফি জয়ের স্বাদ পায়নি তারা।
টানা ১২ বছর আইপিএল খেলার পরও ক্যাপ্টেন কোহলির ঝুলিতে কোনও সাফল্য নেই। এবার কি নাম বদলে ভাগ্য ফিরবে বিরাটের? সময় সেই উত্তর দেবে।