কালী মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার Raj Chakraborty-র
বারাকপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণার পর থেকেই জোর কদমে নির্বাচনী প্রচার চালাচ্ছেন পরিচালক রাজ চক্রবর্তী।
প্রায় প্রতিদিনই প্রচারে বের হচ্ছেন রাজ। সোমবারও তার অন্যথা হল না। এদিন বারাকপুরের ২২ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে প্রচার কাজ চালালেন তৃণমূলের তারকা প্রার্থী রাজ।
এদিন বারাকপুরের ষষ্ঠীতলা এলাকায় কালীমন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন রাজ চক্রবর্তী।
এদিন নির্বাচনী প্রচার চালানোর সময় রাজ চক্রবর্তীর সঙ্গে ছিলেন বারাকপুরের প্রাক্তন পুর প্রশাসক উত্তম দাস সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।
২২ নম্বর ওয়ার্ডে স্থানীয় মন্দিরে পুজোর দেওয়ার মুহূর্তে রাজ চক্রবর্তী।
প্রার্থী হিসাবে নাম ঘোষণা হওয়ার পর রাজ বলেছিলেন, 'সব বাড়িতে যাব। যে ডাকবেন তাঁর বাড়িতেই যাব। সব সমস্যার সমাধান করব। না পারলে বারাকপুরেই ঢুকব না।'' সেই মতোই বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে পৌঁছে যেতে দেখা গেল রাজকে।
বারাকপুরে স্থানীয় গঙ্গার ঘাটে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে রাজ চক্রবর্তী। উড়ল তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ও বেলুন।
বারাকপুরে ২২ নম্বর ওয়ার্ডে প্রচারের সময় তরুণীদের সঙ্গে সেলফি মুডে রাজ।
প্রসঙ্গত, প্রার্থী হওয়ার পর রাজ বলেছিলেন বারাকপুর কেন্দ্রটি জিতে তিনি প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে চান। আর সেই মতো তিনি যথাসাধ্য চেষ্টা করবেন।