Weather Update | Yellow Alert: বাজ, বিদ্যুৎ, বৃষ্টির সঙ্গেই ঝড়! ৩ ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে দুর্যোগ, জারি সতর্কতা...
অয়ন ঘোষাল: বাজ, বিদ্যুতের সঙ্গেই প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস। ধেয়ে আসছে দুর্যোগ! আর তাই হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর।
৩ ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে দুর্যোগ। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সঙ্গে বজ্রপাত ও বিদ্যুতের ভ্রুকূটি।
কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। আর সেই কারণেই আগাম সতর্কতায় জারি হলুদ সতর্কতা।
কোথায় কোথায় ইয়োলো অ্যালার্ট? বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে এই হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
ওদিকে আবহাওয়া দফতর ঘূর্ণিঝড় রিমাল সম্পর্কে জানিয়েছে যে, আগামিকাল বুধবার ২২ মে বুধবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত নিম্নচাপের রূপ নেবে।
শুক্রবার ২৪ মে এটি অতি গভীর নিম্নচাপের চেহারা নেবে। তারপরের ৪৮ ঘণ্টা-ই 'ভাইটাল' রিমালের শক্তি ও গতির অভিমুখ বোঝার জন্য!