ক্যালিফোর্নিয়াকে গিলে খাচ্ছে বিভীষিকা দাবানল, ঘরছাড়া লক্ষাধিক মানুষ, মৃত বেড়ে ২৩
বাগে আসছে না আগুন। মৃত্যু বাড়ছে তড়তড়িয়ে।
ক্যালিফোর্নিয়ায় অগ্নিকাণ্ডে শনিবার পর্যন্ত মৃত বেড়ে দাঁড়াল ২৩। এই সংখ্যাটা যে আরও বাড়াবে এমনই আশঙ্কা করছে প্রাশসন।
পুড়ে খাক্ ক্যালিফোর্নিয়ার একাধিক আস্ত শহর।
প্যারাডাইস, ম্যালিবু, ক্যালাবাসাস, ওকস শহর-সহ ক্যালিফোর্নিয়ার উত্তর এবং দক্ষিণে শুধু স্বজনহারানোর হাহাকার।
আগুনের গ্রাসে ঘর ছাড়া হয়েছেন প্রায় ২ লক্ষ মানুষ। তাঁদের মধ্যে বাদ পড়েননি আমেরিকার সেলেবরাও।
ম্যালিবুতে থাকা কিম কার্দাশিয়ান, কোর্টনি কার্দাশিয়ান, লেডি গাগা, রেন উইলসনের মতো খ্যাতনামা তারকারাও তাঁদের বাসভবন ছেড়ে অনত্র সরেছেন।
প্রশাসন জানাচ্ছে, প্রায় ৪২৫ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃণ এলাকা চলে গিয়েছে আগুনের গ্রাসে।
ক্যালিফোর্নিয়ার বন দফতর এবং অগ্নি নির্বাপণ মন্ত্রকের মুখপাত্র স্টিভ কফম্যান বলেন, এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে আনুমানিক ৮১ লক্ষ ডলার।
প্রায় ৬৭০০ বাড়ি পুড়ে খাক হয়ে গিয়েছে।
শহরের অভিজাত বাসভবন, অফিস-ও পুড়ে ছাই হয়ে গিয়েছে।
ক্যালিফোর্নিয়ার বন দফতর জানিয়েছে, সবচেয়ে সঙ্কটে দিন কাটাচ্ছে বন্যপ্রাণেরা।
যত দ্রুত সম্ভব তাদের নিরাপদ স্থানে নিয়ে আসা হচ্ছে।
ঝোড়ো হাওয়ায় আগুনের লেলিহান শিখা ছড়াচ্ছে চারিদিক।
নিয়ন্ত্রণে আনতে কয়েক দিন ধরেই নিরন্তর লড়াই চালাচ্ছে দমকল এবং উদ্ধারকারী দল।
অন্যদিকে ভয়াবহ দাবানালকে মোকাবিলা করার মতো প্রস্তুত না থাকায় মার্কিন প্রেসিডেন্ট দুষলেন ক্যালিফোর্নিয়ার প্রশাসনকে।
রক্ষণাবেক্ষণের অভাবে এত বড় বিপর্যয় ঘটেছে বলে দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। কাঠগড়ায় দাঁড় করান ক্যালিফোর্নিয়ার বন দফতরকে