আদৌ কি দেখতে পাবেন সূর্যগ্রহণ? কী বলছে আবহাওয়া দফতর জেনে নিন
আকাশের মুখ ভার। আজই বিরল সূর্যগ্রহণ। ছুটির সকালে গ্রহণ দেখতে উৎসাহী সকলে। তবে আদৌ কি আকাশ পরিষ্কার থাকবে?
আবহাওয়া কেমন? সূর্যগ্রহণ কি দেখা যাবে? আবহাওয়া দফতর বলছে, সম্ভাবনা ক্ষীণ হলেও একেবারে নেই তা বলা যাবে না । আশার আলো কিছুটা হলেও আছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস প্রধানত মেঘলা আকাশ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। তবে যেহেতু ভারি বৃষ্টির পূর্বাভাস নেই। সকালে মেঘাচ্ছন্ন থাকবে আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোথাও কোথাও হালকা বৃষ্টি হয়ে তা কেটে যেতে পারে।
তখনই মেঘের কোলে দেখা যেতে পারে সূর্যগ্রহণ। বস্তুত একটানা গ্রহণ যে দেখা যাবে না সেটা স্পষ্ট। উত্তরবঙ্গের তিন জেলায় ভারি বৃষ্টির পূর্বাভাস ফলে সেখান থেকে গ্রহণ দেখার কোন সম্ভাবনা নেই।