ডিসেম্বরের শুরুতেও চলছে ফ্যান! জাঁকিয়ে শীত পড়বে কবে, জানাল আবহাওয়া দফতর

Sun, 01 Dec 2019-9:33 am,

ডিসেম্বর মাসের শুরু। এখনও ফ্যান চালাতে হচ্ছে। শীতের দেখা নেই। পশ্চিমী ঝঞ্ঝার জেরেই এমন অবস্থা। বলছেন আবহাওয়াবিদরা। ২০১৫-র পর এবারও একই অবস্থা। দেরি করে দেখা মিলবে শীতের। 

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ১৫ ডিসেম্বরের আগে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কম। তবে কাল থেকে কিছুটা হলেও পারদ নামতে পারে। আপাতত খুশির খবর বলতে এটুকুই জানিয়েছেন আবহাওয়াবিদরা। 

দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় তাপমাত্রা কিছুটা নেমেছে গত কয়েকদিনে। তবে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এখনও সেভাবে শীত পড়েনি। ঘূর্ণিঝড় বুলবুলের জেরে কয়েকদিনের জন্য পারদ নিম্নমুখী ছিল বটে। তবে সেটা সাময়িক। 

শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। গত বছরও নভেম্বরেই শহরের তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল। কিন্তু এবার যেন শীত দেখাই দিতে চাইছে না শহরবাসীর কাছে। 

সোমবার থেকে রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে দিনের তাপমাত্রায় খুব একটা তারতম্য হবে না। অর্থাত্, ডিসেম্বরের শুরুতেও শীতের আমেজ পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link