প্রত্যাবর্তন! দুরন্ত হাফ-সেঞ্চুরি যুবরাজ সিংয়ের
যুবরাজ সিং ফিরলেন স্বমহিমায়। গ্লোবাল টি-২০ লিগে ঝোড়ো হাফ-সেঞ্চুরি করলেন যুবি।
যদিও যুবরাজ সিংয়ের এত ভাল একটা ইনিংস তাঁর দলকে হারের হাত থেকে বাঁচাতে পারল না। তাঁর দল টরন্টো হারল ব্রাম্পটন উলভসের কাছে।
চার ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে যুবির দল। প্রথম ম্যাচে যুবি রান পাননি। পরের তিনটি ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করেছেন যুবরাজ।
ব্রাম্পটন উলভসের বিরুদ্ধে এদিন ২২ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তিনটি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারিতে সাজানো ছিল তাঁর ইনিংস।