নিজস্ব প্রতিবেদন:   ফাদার্স ডে। যদিও বাবার প্রতি কৃতজ্ঞতা জানানোর আলাদা কোনও দিন হয় না। গতকাল ২১ জুন ছিল ফাদার্স ডে। বিশেষ দিনে বাবার কথা মনে পড়ল ভারত অধিনায়ক বিরাট কোহলির। আবেগঘন পোস্টে প্রয়াত পিতাকে স্মরণ করলেন কিং কোহলি। তাঁর সেই পোস্টে মন ছুঁয়ে গেল কোটি কোটি ভক্তের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


১৪ বছর হয়ে গেল বাবা প্রেম কোহলিকে হারিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু আজও ক্রিকেটে কার অবদান সবচেয়ে বেশি?এই প্রশ্নের উত্তরে খুব সহজেই বিরাট কোহলি তাঁর বাবার কথাই বলেন।


 



বিশেষ দিনে বাবাকে স্মরণ করে বিরাট লিখলেন, "এই ফাদার্স ডে-তে সবাইকে একটাই কথা বলব, আমাদের বাবারা যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমরা যেন কৃতজ্ঞ থাকি সকলে। সেই সঙ্গে নিজেদের মতো করে আমরা যেন জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তা খুঁজি। আমাদের পিছনে তাকানোর দরকার নেই। শারীরিকভাবে উপস্থিত থাকুন বা নাই থাকুন বাবারা কিন্তু সবসময় নজর রাখেন আমাদের দিকে... হ্যাপি ফাদার্স ডে।"  


 



আরও পড়ুন - কিংবদন্তি স্পিনারের প্রয়াণে শোকের ছায়া ভারতীয় ক্রিকেটে; শোকবার্তা সচিন-সৌরভ-কোহলির