কিংবদন্তি স্পিনারের প্রয়াণে শোকের ছায়া ভারতীয় ক্রিকেটে; শোকবার্তা সচিন-সৌরভ-কোহলির
২০১৭ সালে ভারতীয় ক্রিকেটে অবদানের জন্য আজীবন স্বীকৃতি হিসেবে সিকে নাইডু পুরস্কারে সম্মানিত হন রাজিন্দর গোয়েল।
নিজস্ব প্রতিবেদন: ছয়ের দশক থেকে আটের দশক, ঘরোয়া ক্রিকেটে দাপটের সঙ্গে খেলেছেন বাঁ হাতি কিংবদন্তি স্পিনার রাজিন্দর গোয়েল। তাঁর প্রয়াণে শোকের ছায়া ভারতীয় ক্রিকেট মহলে।
BCCI mourns the sad demise of Shri Rajinder Goel.https://t.co/DeGS2mvsXI pic.twitter.com/2v6EwfTKXy
— BCCI (@BCCI) June 21, 2020
২০১৭ সালে ভারতীয় ক্রিকেটে অবদানের জন্য আজীবন স্বীকৃতি হিসেবে সিকে নাইডু পুরস্কারে সম্মানিত হন রাজিন্দর গোয়েল। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করে টুইট করেছে বিসিসিআই।
বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি সংবাদসংস্থা পিটিআই-কে বলেছেন, "ভারতীয় ক্রিকেট এক বটবৃক্ষকে হারাল। ৭৫০ উইকেট তাঁর বহু পরিশ্রমের ফসল।"
Saddened to hear about the passing away of Rajinder Goel ji! He was a stalwart of Indian Domestic Cricket picking up more than 600 wickets in the Ranji Trophy.
May his soul Rest in Peace and my heartfelt condolences to his near and dear ones. pic.twitter.com/hqDoSsoL5y— Sachin Tendulkar (@sachin_rt) June 22, 2020
Deeply saddened by the passing away of Shri Rajinder Goel, the highest wicket-taker in the history of Ranji Trophy. My heartfelt condolences to his family and loved ones. pic.twitter.com/6wIOfolnJc
— VVS Laxman (@VVSLaxman281) June 21, 2020
A very simple, humble man. Highest wicket taker in his last first class season. 750 First- class wickets but never played for India. Was India’s loss. Rajinder Goel ji ko vinamra Shraddhanjali. Om Shanti pic.twitter.com/qTYvalr1nU
— Virender Sehwag (@virendersehwag) June 21, 2020
দীর্ঘ ২৪ বছরের ক্রিকেটিয় কেরিয়ারে প্রথম শ্রেণির ক্রিকেটে ৭৫০ উইকেট তাঁর ঝুলিতে। যা এখনও ঘরোয়া ক্রিকেটে রেকর্ড। সেই রাজিন্দর গোয়েলের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন সচিন তেন্ডুলকর থেকে ভিভিএস লক্ষ্মণ, বীরেন্দ্র সেওয়াগ।
We've lost a legend in Rajinder Goel Ji. Him being the highest wicket-taker in the history of Ranji Trophy, speaks volumes about the career he had. Wishing all the strength to his family and loved ones.
— Virat Kohli (@imVkohli) June 22, 2020
RIP #RajinderGoel ji. Master of his craft. Killer line & length in our terrain. Humility personified. Condolences to the entire family pic.twitter.com/C3YJNPob1e
— Ravi Shastri (@RaviShastriOfc) June 21, 2020
শ্রদ্ধার্ঘ জানিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি থেকে টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রীও।
Rajinder Goel was easily the most ‘contented’ human being I’ve known...I used to envy his sense of ‘contentment’ in my moments of turmoil..RIP ‘Goely’..You bowled yur heart out to keep Ranji Trophy alive..!! pic.twitter.com/U1ZZCQE7KW
— Bishan Bedi (@BishanBedi) June 21, 2020
ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের মত, বিষেন সিং বেদীর জন্যই নাকি জাতীয় দলে সুযোগ পাননি রাজিন্দর গোয়েল। বর্ষীয়ান স্পিনারের প্রয়াণে শোকপ্রকাশ করে বিষেন সিং বেদী লেখেন, হৃদয় দিয়ে বোলিং করে রঞ্জি ট্রফিকে জীবন্ত করে তুলেছিলেন তিনিই।
আরও পড়ুন - চলে গেলেন জাতীয় দলে না খেলা, রঞ্জি ট্রফিতে সবচেয়ে বেশি উইকেটের মালিক রাজিন্দর গোয়েল