IPL 2025 Auction: নিলামে কে কত টাকা নিয়ে বাজারে এসেছে? পকেটে ১০০ কোটি আছে শুধু এই দলেরই!
10 teams total money in IPL 2025 Auction: আইপিএলে ১০ দলের হাতে কত টাকা রয়েছে? দেখে নিন ঝলকে...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সৌদি আরবের জেদ্দায় চলেছে আইপিএল মেগা নিলাম (IPL 2025 Auction)। ৫৭৪ জন ক্রিকেটার নিলামে। দু’দিনে ৩৬৬ জন ভারতীয় ও ২০৮ জন বিদেশির দল নির্ধারণ হবে। ৪৮ জন ক্যাপড ও ৩১৮ জন আনক্যাপড ভারতীয় খেলোয়াড় রয়েছেন তালিকায়। এবং ১২ জন আনক্যাপড বিদেশি খেলোয়াড়ও রয়েছেন। ক্যাপড বিদেশি ১৯৩ জন ও আনক্যাপড বিদেশি ১২ জন। অ্যাসোসিয়েট দেশের ৩ জন খেলোয়াড় রয়েছেন তালিকায়। নিলামে মধ্য়াহ্ণ ভোজের বিরতির আগেই ঝড় উঠে গিয়েছিল। বিদেশি নয়, দেশি ক্রিকেটারদের নিয়েই চলেছে কাড়াকাড়ি। তবে ইতিহাস লিখেছেন ভারতীয় দলের দুই সতীর্থ- ঋষভ পন্থ ও যুজবেন্দ্র চাহালও। আগামিকালও চলবে নিলাম।
আরও পড়ুন: IPL Auction 2025 Live Updates
এখন প্রশ্ন, আদৌ জানেন কি ১০ দলের হাতে কত টাকা রয়েছে?
পঞ্জাব কিংসের আছে ১১০.৫০ কোটি টাকা
(শশাঙ্ক সিং ও প্রভসিমরন সিংকে ধরে রেখেছে পঞ্জাব)
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আছে ৮৩ কোটি টাকা
(বিরাট কোহলি, রজত পতিদার ও যশ দয়ালকে ধরে রেখেছে আরসিবি)
দিল্লি ক্যাপিটালসের আছে ৭৩ কোটি টাকা
(অক্ষর প্যাটেল, অভিষেক পোড়েল, ট্রিস্টান স্টাবস ও কুলদীপ যাদবকে ধরে রেখেছে ডিসি)
লখনউ সুপার জায়ান্টসের আছে ৬৯ কোটি টাকা
(নিকোলাস পুরান, মায়াঙ্ক যাদব, রবি বিষ্ণোই, মহসিন খান ও আয়ুশ বাদোনিকে ধরে রেখেছে এলএসজি)
গুজরাত টাইটান্সের আছে ৬৯ কোটি টাকা
(রশিদ খান, শুভমন গিল, সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া ও শাহরুখ খানকে ধরে রেখেছে জিটি)
চেন্নাই সুপার কিংসের আছে ৫৫ কোটি
(রুতুরাজ গায়কওয়াড়, এমএস ধোনি, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, মাথিশা পাথিরানাকে ধরে রেখেছে সিএসকে)
কলকাতা নাইট রাইডার্সের আছে ৫১ কোটি টাকা
(সুনীল নারিন, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা ও রমনদীপ সিংকে ধরে রেখেছে কেকেআর)
সানরাইজার্স হায়দরাবাদের আছে ৪৫ কোটি টাকা
(হেনরিখ ক্লাসেন, প্যাট কামিন্স, ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা ও নীতীশ কুমার রেড্ডিকে ধরে রেখেছে এসআরএইচ)
মুম্বই ইন্ডিয়ান্সের আছে ৪৫ কোটি টাকা
(রোহিত শর্মা, জসপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা ও হার্দিক পান্ডিয়াকে ধরে রেখেছে মুম্বই)
রাজস্থান রয়্যালসের আছে ৪১ কোটি টাকা
(সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, যশস্বী জয়সওয়াল, সন্দীপ শর্মা, ধ্রুব জুরেল ও শিমরন হেটমায়ারকে ধরে রেখেছে রাজস্থান)
(এই তথ্য় কিন্তু নিলামের আগের, নিলাম চলাকালীন টাকার সংখ্য়া এখানে নেই)
আরও পড়ুন: ২৭ কোটির পন্থ! ১৭৭% অ্যাপ্রেজাল চাহালের!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)