Rishabh Pant-Yuzvendra Chahal | IPL 2025 Auction: ২৭ কোটির পন্থ! ১৭৭% অ্যাপ্রেজাল চাহালের! নিলাম ইতিহাস দুই সতীর্থের
Rishabh Pant-Yuzvendra Chahal: নিলাম ইতিহাসে নাম তুললেন ঋষভ পন্থ ও যুজবেন্দ্র চাহাল! নিলামে ঝড় তুললেন ভারতীয় ক্রিকেটাররাই...
1/6
আইপিএল মেগা নিলাম
সৌদি আরবের জেদ্দায় চলেছে আইপিএল মেগা নিলাম । ৫৭৪ জন ক্রিকেটার নিলামে। দু’দিনে ৩৬৬ জন ভারতীয় ও ২০৮ জন বিদেশির দল নির্ধারণ হবে। ৪৮ জন ক্যাপড ও ৩১৮ জন আনক্যাপড ভারতীয় খেলোয়াড় রয়েছেন তালিকায়। এবং ১২ জন আনক্যাপড বিদেশি খেলোয়াড়ও রয়েছেন। ক্যাপড বিদেশি ১৯৩ জন ও আনক্যাপড বিদেশি ১২ জন। অ্যাসোসিয়েট দেশের ৩ জন খেলোয়াড় রয়েছেন তালিকায়। তবে নিলামে মধ্য়াহ্ণ ভোজের বিরতির আগেই ঝড় উঠে গেল। বিদেশি নয়, দেশি ক্রিকেটারদের নিয়েই চলল কাড়াকাড়ি। তবে ইতিহাস লিখে ফেললেন ভারতীয় দলের দুই সতীর্থ- ঋষভ পন্থ ও যুজবেন্দ্র চাহাল।
2/6
ঋষভ পন্থ
দিল্লি ক্য়াপিটালস নিলামের আগে ধরে রেখেছিল অক্ষর প্যাটেল, অভিষেক পোড়েল, ট্রিস্টান স্টাবস ও কুলদীপ যাদবকে। দিল্লি ছেড়ে দেয় তাদের অধিনায়ক পন্থকে দিল্লির হয়ে ৮ মরসুম খেলে ঋষভ নিজেকে তুলেছিলেন নিলামে। তাঁকে নেওয়ার জন্য় যে ঝড় উঠবে তা আগেই জানা গিয়েছিল, ক্রিকেটের যে কোনও সংস্করণেই ঋষভ আগুনে পারফর্মার। এই নিয়ে কোনও সন্দেহ নেই। ব্য়াট হাতে ও উইকেটের পিছনে তিনি নিজেই আজ বিরাট নাম। এহেন ক্রিকেটারকে নিতে সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়েন্টস ব্যাংক ভেঙে ফেলল! ৫১ কোটি টাকা নিয়ে বাজার করতে নেমে এলএসজি ২৭ কোটি টাকা দিয়ে শুধু পন্থকেই নিল! ঠিকই পড়লেন, গতবছর কেকেআর মিচেল স্টার্ককে ২৪.৭৫ কোটি টাকায় দলে নিয়েছিল। স্টার্ক এতদিন পর্যন্ত ছিলেন আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার। কিন্তু সেই তকমা এখন পন্থে। আইপিএলের ইতিহাসে দেশি-বিদেশি মিলিয়ে আজ পর্যন্ত কোনও ক্রিকেটারই এত টাকা পাননি। যা করে দেখালেন পন্থ। ২ কোটি টাকার বেসপ্রাইজে থাকা ঋষভ বিক্রি হলেন ১৩ গুনেরও বেশি দামে!
photos
TRENDING NOW
3/6
যুজবেন্দ্র চাহাল
২০১১ সাল থেকে চাহাল খেলছেন আইপিএল। ১৬০ ম্য়াচে ২০৫ উইকেট নিয়ে তিনিই লিগের শীর্ষ উইকেটশিকারি। ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত ভারতীয় স্পিনার ছিলেন মুম্বই ইন্ডিয়ান্সে। এরপর ২০১৪-২০২১ পর্যন্ত তিনি খেলেন আরসিবি-তে। তারপরে চলে আসেন রাজস্থান রয়্য়ালসে। যদিও এবার রাজস্থান সঞ্জু স্য়ামসন, যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ, সন্দীপ শর্মা, শিমরন হেটমায়ার ও ধ্রুব জুরেলকে। চাহালকে ছেড়ে দেয় রাজস্থান। পঞ্জাব কিংস ১৮ কোটি টাকায় চাহালকে নিল! আজ পর্যন্ত কোনও ভারতীয় স্পিনার এত টাকা পাননি আইপিএলে। পন্থের মতো চাহালও লিখলেন আইপিএল ইতিহাস। ১৭৭% অ্যাপ্রেজাল হয়েছে তাঁর!
4/6
শ্রেয়স আইয়ার
এবার আসা যাক শ্রেয়স আইয়ারের কথায়। গতবার কেকেআরকে আইপিএল ট্রফি জিতিয়ে ছিলেন! আর তাঁকেই বাদ দিয়ে দিল কেকেআর! শ্রেয়সকে আইপিএল রিটেনশিন লিস্টে না দেখে অনেকেই চমকে ছিলেন! প্রশ্ন উঠেছিল শ্রেয়স ছাড়লেন না কি তাঁকে ছাড়া হল? যদিও ফ্র্য়াঞ্চাইজি জানিয়ে দেয় যে, শ্রেয়স নিজেই নাকি থাকতে চাননি। গৌতম গম্ভীরের পর কেকেআরের দ্বিতীয় শিরোপা জয়ী অধিনায়কের নাম শ্রেয়স। আইপিএল ২০২৪-এ ১৪ ইনিংসে ৩৫১ রান করেছেন তিনি। শ্রেয়সকে ২০২২ সালের নিলামে ১২.২৫ কোটি টাকায় কেকেআর নিয়েছিল। শ্রেয়স নিজেকে নিলামে তুলছেন। নেতৃত্বের পাশাপাশি, শ্রেয়স একজন দক্ষ মিডল অর্ডার ব্যাটার এবং গেম-চেঞ্জার। শ্রেয়াস যে নিলামে দাম পাবেন তা, আগেই জানা গিয়েছিল, তাঁকে ২৬.৭৫ কোটি টাকায় নিল সেই পঞ্জাবই।
5/6
কেএল রাহুল
২০২২ সাল থেকে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ছিলেন রাহুল। তবে সঞ্জীব গোয়েঙ্কার আইপিএল ফ্র্যাঞ্চাইজি তাঁকে ধরে রাখেনি। রাহুলকে লখনউ ছেড়ে দেওয়ায় আসন্ন আইপিএল নিলামে তিনি নিজের নাম তুলছেন। ২০২২ সালের আইপিএলে রাহুল ৬১৬ রান করেছিলেন। দ্বিতীয় সর্বাধিক রানশিকারি ছিলেন তিনি। যদিও তার পরের বছর চোটের কারণে আইপিএলের মাঝ পথেই বেরিয়ে যেতে হয়েছিল তাঁকে। ২০২৪ সালের আইপিএলে রাহুল আবার তাঁর টিমের সর্বাধিক রানশিকারি হলেন। করেছেন ৫২০ রান। এলএসজি এবার ধরে রাখে নিকোলাস পুরান, রবি বিষ্ণোই, ময়াঙ্ক যাদব, আয়ুষ বাদোনি ও মহসিন খানকে। তবে রাহুলকে ছেড়ে দেয় এই দল। রাহুলও যে নিলামে আগুন জ্বালাতে চলেছেন, তা আগেই বোঝা গিয়েছিল। রাহুলকে ১৪ কোটি টাকায় তুলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস
6/6
অর্শদীপ সিং
আইপিএল অভিষেকের পর থেকে, অর্শদীপ সিং কখনও অন্য় কোনও দলের হয়ে খেলেননি। ভারতীয় পেসার সেই দলের সর্বাধিক উইকেটশিকারি। ১৯ উইকেট পেয়েছেন তিনি। কিন্তু প্রীতি জিন্টার টিম তাঁকে ছেড়ে দিয়েছিল। আইপিএল নিলামে অর্শদীপ সিং ছিলেন প্রথম ক্রিকেটার। তাঁরে রাইট-টু-ম্য়াচ কার্ড খেলে পঞ্জাব ১৮ কোটি টাকায় দলে নিয়েছে। আরটিমএমের নতুন নিয়ম অনুযায়ী অর্শদীপকে নেওয়ার জন্য় সানরাইজার্স হায়দরাবাদকে দাম বাড়ানোর সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু পঞ্জাব সেই দামেই অর্শদীপকে নিতে রাজি হয়।
photos