নিজস্ব প্রতিবেদন: উইম্বলডন (Wimbledon 2022) খেলতে নামছেন হাবার্ট হুরকাজ (Hubert Hurkacz)। বিশ্বের ১০ নম্বর টেনিস তারকা অল ইংল্যান্ড ক্লাবে নামার আগে এক মানবিক সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন টুইট করে।ইউক্রেনের যুদ্ধবিধ্বস্তদের পাশে দাঁড়াতে অসাধারণ এক সিদ্ধান্ত নিয়েছেন পোল্যান্ডের বছর পঁচিশের তারকা। হুরকাজ জানিয়েছেন যে, উইম্বলডনে প্রতিটি এস সার্ভের জন্য ১০০ ইউরো (ভারতীয় মুদ্রায় ৮, ২৭৯, ৫৪ টাকা) করে দেবেন।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


উইম্বলডনের সপ্তম বাছাই  হুরকাজ টুইটারে লেখেন, "আমি একটি ঘোষণা করতে চাই। আগামিকাল উইম্বলডনে নামছি। প্রতিটি এস মারার জন্য আমি ১০০ ইউরো করে দান করব। আশা করি ইউক্রেনের মানুষদের পাশে দাঁড়াতে পারব। আশা করি আমার সার্ভ ভাল কাজে আসবে।"  চলতি মরশুমে হুরকাজ এটিপি ট্যুরে  ৩৯টি ম্যাচে ৪৫২টি এস মেরেছেন। গড়ে ম্যাচ পিছু ১১-র বেশি। হুরকাজ ২০২১ সালে উইম্বলডনের শেষ চারে গিয়েছিলেন। রজার ফেডেরার ও মেদভেদেভদের হারিয়ে ছিলেন তিনি। গতবছর ৬ ম্যাচে ৫৪টি এস মেরেছিলেন হুরকাজ। প্রথম রাউন্ডে স্পেনের আলেক্সান্দ্রো ড্যাভিডোভিচের বিরুদ্ধে নামছেন হুরকাজ। প্রথম রাউন্ড থেকেই হয়তো তাঁর লক্ষ্য থাকবে আগুনে সব এস সার্ভ মারার। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামছেই না। রুশ আগ্রাসনে ব্যাপক ক্ষয়ক্ষতির সন্মুখীন হয়েছে জেলেনস্কির দেশ। ইউক্রেনের পাশে দাঁড়িয়েছন বহু মানুষই। 


আরও পড়ুন: Mayank Agarwal: করোনা আক্রান্ত রোহিত শর্মা! বার্মিংহ্যাম উড়ে গেলেন ময়াঙ্ক আগরওয়াল


আরও পড়ুনShaz And Waz: ক্রিকেটের মক্কায় পাক কিংবদন্তির সঙ্গে দেখা! শাস্ত্রীর শেয়ার করা ছবি মুহূর্তে ভাইরাল


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)