ওয়েব ডেস্ক: অকল্যান্ডের ইডেন পার্কে চ্যাপেল-হ্যাডলি ট্রফির প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬ রানে হেরে গেল অস্ট্রেলিয়া। যদিও অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করলেন মাত্র দ্বিতীয় একদিনের ম্যাচ খেলতে নামা মার্কাস স্টোইনিস। ম্যান অফ দ্য ম্যাচও তিনিই। প্রথমে বল হাতে নিলেন তিন-তিনটি উইকেট। পরে ব্যাট হাতে খেললেন অপরাজিত ১৪৬ রানের ইনিংস। শুধু সঙ্গীর অভাবে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তে পারলেন না তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ রানে জয় ভারতের


এদিন প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৮৬ রান তোলে কিউয়িরা। নিউজিল্যান্ডের হয়ে সবথেকে বেশি রান করেন ব্রুম। তাঁর অবদান ৭৩ রান। গুপ্তিল করেন (৬১ রান), জিমি নিশাম খেলেন ৪৮ রানের ইনিংস। অধিনায়ক কেন উইলিয়ামসন করেন ২৪ রান। জবাবে ব্যাট করতে নেমে ৪৭ ওভারে ২৮০ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। স্টোইনিস ছাড়া অজিদের হয়ে আর বলার মতো রান পেয়েছেন কামিন্স (৩৬) এবং ফকনার (২৫)। কিউয়িদের হয়ে তিনটি উইকেট নেন স্যান্টেনার।


আরও পড়ুন  ৩৫ বছর বয়সে নাদালকে ফিকে করে রূপকথা লিখলেন ফেডেরার