নিজস্ব প্রতিবেদন: শ্রীলঙ্কার লেগস্পিনার ওয়ানিন্দু হাসারঙ্গা (Wanindu Hasaranga) এই মুহূর্তে বিশ্বের ২ নম্বর টি-২০ বোলার। হাসারঙ্গা জানিয়েছেন যে, তাঁর কাছে একাধিক ফ্র্যাঞ্চাইজি আইপিএল খেলার প্রস্তাব দিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভারত-শ্রীলঙ্কার সীমিত ওভারের সদ্যসমাপ্ত সিরিজে হাসারাঙ্গা ভারতীয় ব্যাটসম্যানদের কপালে ভাঁজ ফেলে দিয়েছিলেন। তাঁর বলে চালিয়ে খেলতে রীতিমতো ভাবতে হয়েছিল শিখর ধাওয়ান অ্যান্ড কোংয়ের। ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতলেও টি-২০ সিরিজ হেরেছিল ২-১ ব্যবধানে। শ্রীলঙ্কার জয়ের নেপথ্যে ছিলেন হাসারঙ্গা। ৭ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন তিনি। এমনকী ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ ২৯ রান করেন হাসারঙ্গা। তারপর থেকেই আলোচনায় তিনি।


আরও পড়ুন: Neeraj Chopra: নীরজের জন্যই আলাদা ভাব তৈরি হচ্ছে গাড়ি! জানিয়ে দিল Mahindra


শ্রীলঙ্কার কিংবদন্তি লাসিথ মালিঙ্গার ইউটিউব চ্যানেলে হাসারাঙ্গা আইপিএল খেলার প্রসঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, “ভারতের বিরুদ্ধে সিরিজ হওয়ার পরেই দুটি আইপিএল দল আমাকে খেলার প্রস্তাব দিয়েছে। আইপিএলে খেলার সুযোগ পেলে আমার দীর্ঘদিনের স্বপ্নপূরণ হবে।” আগামী ১৯ সেপ্টেম্বর থেকে মরুদেশে শুরু হবে আইপিএলের দ্বিতীয় পর্ব। ফাইনাল হবে ১৫ অক্টোবর। চলতি বছরের শেষে আগামী বছরের মেগা আইপিএল নিলাম বসবে। তখনই স্থির হয়ে যাবে হাসারঙ্গা আইপিএল ভাগ্য।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)