Neeraj Chopra: নীরজের জন্যই আলাদা ভাবে তৈরি হচ্ছে গাড়ি! জানিয়ে দিল Mahindra

আনন্দ মহীন্দ্রা দেশের সোনার ছেলে নীরজ চোপড়ার হাতে তুলে দেবেন XUV700

Updated By: Aug 9, 2021, 03:57 PM IST
Neeraj Chopra: নীরজের জন্যই আলাদা ভাবে তৈরি হচ্ছে গাড়ি! জানিয়ে দিল Mahindra

নিজস্ব প্রতিবেদন: আন্তর্জাতিক মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করা খেলোয়াড়দের বরাবারই অনুপ্রাণিত করে এসেছেন আনন্দ মহীন্দ্রা। মহীন্দ্রা অ্যান্ড মহীন্দ্রা গোষ্ঠীর কর্ণধার কৃতীদের নিজের কোম্পানির গাড়ি তুলে দিতে দু'বার ভাবেন না। সে অ্যাথলিট হোক বা ক্রিকেটার। এবার আনন্দ মহীন্দ্রা দেশের সোনার ছেলে নীরজ চোপড়াকে তুলে দেবেন XUV700। নিজেই আনন্দ মহীন্দ্রা টুইট করে সেই খবর দিয়েছিলেন।

আরও পড়ুন: Rahul Gandhi: 'অনেক ভিডিয়ো কল হয়েছে, এবার টাকা দেওয়া হোক!' মোদীকে বিঁধলেন রাহুল

আগামী ১৫ অগাস্ট XUV700 এর বিশ্বব্যপী আত্মপ্রকাশ। অতীতের XUV500 উঠে গিয়ে আসছে এই মডেল। তবে নীরজকে যে XUV700 তুলে দেওয়া হবে, সেই মডেল আর বাকি পাঁচটা মডেলের মতো একেবারেই হবে না। 'স্পেশ্যাল এডিশন' বা বিশেষ সংস্করণই নীরজের অপেক্ষায়। আর তার ইঙ্গিত দিলেন মহীন্দ্রার মুখ্য ডিজাইনার অফিসার প্রতাপ বসু। টুইটারে তিনি লেখেন, "অনেকেই নীরজ চোপড়ার XUV700 স্পেশাল এডিশন গাড়ির জন্য দারুণ দারুণ পরামর্শ দিচ্ছেন। মহীন্দ্রার ডিজাইন স্টুডিয়োতেও এই নিয়ে কাজ চলছে। দ্রুতই আমরা আপডেট দেব।"

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.