আর ক দিনের মধ্যেই ঘোষিত হতে চলেছে জিম্বাবোয়ে সফরে ভারতীয় দল। মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি সহ একাধিক তারকা ক্রিকেটার ছাড়াই জিম্বাবোয়ে সফরে যাচ্ছে ভারত। ফলে বেশ কয়েকজন নতুন ক্রিকেটার দলে সুযোগ পেতে চলেছেন। আসুন দেখে নেওয়া যাক আইপিএল নাইনে নজর কেড়ে কোন কোন ত্রিকেটার প্রথমবার জাতীয় দলের দরজা খোলার অপেক্ষায় আছেন।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) ঋষভ পন্থ--বলা হচ্ছে আইপিএল নাইনের সেরা আবিষ্কার। শিখর ধাওয়ানের পরিবর্তে জিম্বাবোয়ে সফরে যাচ্ছেন সেটা অনেকটাই নিশ্চিত। তাঁকে নিয়ে নির্বাচকদের দীর্ঘকালীন চিন্তাভাবনা রয়েছে। জিম্বাবোয়ে সফরে নজর কাড়লে, ওপেনার হিসেবে আরও অনেক সুযোগ পাবেন। চলতি আইপিএলে গুজরাট লায়ন্সের বিরুদ্ধে ৪০ বলে ৬৯ রানের ম্যাচ জেতানো ইনিংসটা দেখার পর সবাই ঋষভের ওপর আস্থা রাখছেন। রাহুল দ্রাবিড় বলছেন, ১৮ বছরের ঋষভের মধ্যে অনেক প্রতিভা।  



২)সরফরাজ খান--গেইল, কোহলি, ওয়াটসন। আরসিবি-তে এত তারকার মাঝেও সরফরাজ নিজের জাত চিনিয়েছেন। সব ধরনের শট খেলতে পারনে। টেম্পারমেন্টে আরও উন্নতি করলে ভবিষ্যতে রায়নার বদলে লোয়ার মিডল অর্ডারে দেশের ভরসা হতে চলেছেন। জিম্বাবোয়ে সফরে সরফরাজের যাওয়ার কথা।



৩)যোগেন্দ্র চাহাল-- এর আগের আইপিএলগুলোতে উইকেট পাচ্ছিলেন ঠিকই কিন্তু নজরকাড়া বলতে যা বোঝায় সেটা করতে পারেননি যোগেন্দ্র চাহাল। কিন্তু এবার আরসিবি-র দুর্বল বোলিং আক্রমণে তিনি উজ্জ্বল ব্যতিক্রম। তাঁর লেগ স্পিনে ধরাশায়ী হচ্ছে বিপক্ষ ব্যাটসম্যানরা। এবারের সেরা বোলারের তালিকায় প্রথম সাতে তিনই একমাত্র স্পিনার। ১১ ম্যাচে ১৯ উইকেট নিয়ে বেগুনি টুপির লড়াইয়ে আছেন। অমিত মিশ্র-র বিকল্প হিসেবে দেখা হচ্ছে।



৪) করুন নায়ার--দিল্লি ডেয়ারডেভিলসের আবিষ্কার। কর্ণাটকের ২৪ বছরের এই ব্যাটসম্যান চলতি আইপিএলে দারুণ খেলেছেন। তিনটি হাফ সেঞ্চুরি সহ বেশ কয়েকটি ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন। এভাবে চললে রাহানে চাপে পড়তে পারেন।



৫) ক্রুনাল পান্ডিয়া---আইপিএল নাইন শুরুর আগে সবাই তাকে চিনত টি বিশ্বকাপে দেশের জার্সিতে খেলা হার্দিক পান্ডিয়ার দাদা হিসেব। কিন্তু ক্রুনালের অসাধারণ পারফরম্যান্স সব হিসেব উল্টে দিয়েছে। মুম্বই ইন্ডিয়ন্সের খারাপ পারাফরম্যান্সের মাঝে ক্রুনাল ব্যতিক্রম। ব্যাট হাতে এমন কিছু ইনিংস, শট খেলেছেন যাতে সবাই উচ্ছ্বসিত। ফিল্ডার হিসেবেও নজর কেড়েছেন। বোলার হিসেবেও মন্দ নয়। ভাই হার্দিকের জায়গায় জাতীয় দলে জায়গা পেলে অবাক হওয়ার কিছু নেই।