নিজস্ব প্রতিবেদন: আবার আড্ডা। ফের একবার অতীতের সোনালী দিনগুলোকে খুঁজে পাওয়া। ফের একবার এক ফ্রেমে ধরা দিলেন তিন প্রবাদপ্রতিম। সুনীল গাভাসকর (Sunil Gavaskar), কপিল দেব (Kapil Dev) ও মোহিন্দর অমরনাথ (Mohinder Amarnath) উল্লাসে মেতে উঠলেন। ৩৮ বছর পরেও ওঁরা ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ের মুহূর্তগুলোতে বুঁদ হয়ে আছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তিন বন্ধুর ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সানি। সেখানে দেখা যাচ্ছে তিনজনের হাতেই পানীয়ের গ্লাস। ক্যাপশনে সানি লিখেছেন, '৮৩-র উল্লাস'। দেখে মনে হচ্ছে এত বছর পরেও তাঁরা উদ্‌যাপন করছেন সেই দিনটিকেই। ১৯৮৩ সালের ২৫ জুন, যে দিন গোটা বিশ্ব দেখেছিল কী ভাবে কপিলের তরুণ দল হারিয়েছিল দু’বারের বিশ্বসেরা ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজকে।


 



আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে রণবীর সিং অভিনীত '৮৩'। কপিলদের বিশ্বকাপ জয়কে নিয়ে তৈরি এই ছবি ঘিরে ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে সাড়া পড়ে গিয়েছে। ছবির প্রচারও চলছে পুরোদমে। তাতে যোগ দিয়েছেন ক্রিকেটাররাও। প্রচার করতে সম্প্রতি কলকাতায় এসেছিলেন কপিল। এমনকি বুর্জ খলিফাতেও ছিল সিনেমার প্রচার পর্ব। এ বার সেই দলের তিন কিংবদন্তির ছবি সামনে এল। 


আরও পড়ুন: SAvsIND: Rohit-এর অনুপস্থিতিতে টেস্ট দলের সহ অধিনায়ক হলেন KL Rahul


 


ক্রিকেটকে বিদায় জানানোর পরে কপিল ও অমরনাথ অবসর জীবন কাটাচ্ছেন। তবে ৭২ বছরের সানি এখনও ধারাভাষ্যের কাজে ব্যাস্ত। দেশে-বিদেশে ঘুরে তিনি ধারাভাষ্য দিয়ে থাকেন। তবে সময় পেলেই পুরনো বন্ধুদের সঙ্গে চুটিয়ে আড্ডা দিয়ে থাকেন তিনি। এর সঙ্গে রয়েছে ‘চ্যাম্পিয়নস ফর এভার’ নামক হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেখানেই চলে ওঁদের দেদার আড্ডা। 


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App