নিজস্ব প্রতিবেদন: এবিডি ফ্যানদের জন্য সুখবর। আন্তর্জাতিক কেরিয়ারকে বিদায় জানানো ডিভিলিয়ার্স এবার খেলবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে। গতবারের বিজয়ী রংপুর রাইডার্সের হয়েই খেলবেন তিনি, এমনটাই জানা যাচ্ছে। সূত্রের খবর মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রির সঙ্গে ইতিমধ্যেই চুক্তি সেরে ফেলেছে মাশরাফি মোর্তাজার নেতৃত্বাধীন রংপুর রাইডার্স। সব ঠিকঠাক থাকলে আগামী মরশুমেই (২০১৮-১৯) এবিডি বিপিএল খেলবেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- সাঙ্গাকারাকে ছুঁতে পারলেন না বিরাট কোহলি!


উল্লেখ্য, রংপুর রাইডার্সে রয়েছেন এবিডি-র প্রাক্তন সতীর্থ ক্রিস গেইল। আইপিএল-এ বেঙ্গলুরুর হয়ে একসঙ্গে খেলেছেন এই দুই টি-টোয়েন্টি স্পেশালিস্ট। ক্রিস গেইল-কে বেঙ্গালুরু ছেড়ে দেওয়ার পর সেই জুটি ভেঙে যায়। পরে পঞ্জাবের হয়ে আইপিএল খেলেন গেইল। এবার বিপিএল-এ ফের জুটি বাঁধবেন গেইল-এবিডি, আশাবাদী ক্রিকেট ফ্যানরা।


শুধু এবিডি-ই নয়, রংপুর রাইডার্সে খেলার কথা রয়েছে ব্রিটিশ তারকা অ্যালেক্স হেলসেরও।



বিপিএল-এ খেলার কথা রয়েছে অজি তারকা ডেভিড ওয়ার্নারেরও। হিন্দুস্তান টাইমস প্রকাশিত খবর অনুযায়ী, সিলেট সিক্সারের হয়ে খেলবেন তিনি। আরও জানা যাচ্ছে, নেপালের ক্রিকেটার সন্দীপ লামিচানে এবং মার্কিন বোলার আলি খানও বাংলাদেশের টি-টোয়েন্টি লিগে খেলবেন। শোনা যাচ্ছে কলকাতা নাইট রাইডার্সের তারকা অলরাউন্ডার অ্যান্ড্রু রাসেলও খেলবেন বিপিএল-এ। তাঁকে দলে সামিল করেছে ঢাকা ডায়নামাইটস।