নিজস্ব প্রতিনিধি : ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর! ক্রিকেটে ফিরছেন এবি ডিভিলিয়ার্স। তবে আইপিএলে নয়। এবি এবার খেলবেন পাকিস্তান সুপার লিগে। টুইট করে নিজেই সে কথা জানিয়েছেন মি,্টার ৩৬০ ডিগ্রি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-   বিরাটের বেঞ্চমার্ক টপকে ফিটেস্ট ক্রিকেটার হলেন হাসান আলি


এবি জানিয়েছেন, ''পাকিস্তান সুপার লিগ আগের থেকে এখন অনেক বেশি জনপ্রিয়। বিশ্বের সেরা টি-২০ টুর্নামেন্টগুলোর মধ্যে এখন পিএসএল-কেও ধরা যায়। আমি সেই টুর্নামেন্টে খেলতে নামার জন্য মুখিয়ে রয়েছি। পিএসএলের বেশ কয়েকটা ম্যাচ আমি দেখেছি। এই টুর্নামেন্টের প্রতিযোগিতায় অংশ নিতে আমি আগ্রহী। ফলে পাকিস্তানিদের এখন চিয়ার-আপ করার সময়। ২০১৯ পিএসএলে আপনাদের সঙ্গে দেখা হবে।'' যদিও পাকিস্তান সুপার লিগে কোন দলের হয়ে এবি খেলবেন তা তিনি এখনও জানাননি।


আরও পড়ুন-  সিডনিতে 'মধ্যমা' বিতর্কে মুখ খুললেন বিরাট কোহলি


কয়েক মাস আগেই ক্রিকেটকে আচমকা বিদায় জানিয়েছিলেন এবি। তাঁর এমন অকস্মাত্ অবসর ঘোষণায় চমকে উঠেছিল ক্রিকেট বিশ্ব। যদিও অবসর ঘোষণার সময়ই দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান জানিয়েছিলেন, সারা বিশ্বের বিভিন্ন টি-২০ টুর্নামেন্টে তিনি খেলা চালিয়ে যাবেন। দেশের জার্সিতে ১১৪টা টেস্ট, ২২৮টা একদিনের ম্যাচ ও ৭৮টা টি-২০ ম্যাচ খেলেছেন এবি ডিভিলিয়ার্স।