ওয়েব ডেস্ক: উত্তরপ্রদেশের বিরুদ্ধে অমীমাংসিত ম্যাচে বাংলার হয়ে নজির গড়লেন অভিমন্যু ইশ্বরণ। সর্ব কনিষ্ঠ বাংলার ক্রিকেটার হিসেবে রঞ্জি ট্রফিতে একই ম্যাচে  দুই ইনিংসে শতরান করার কৃতিত্ব দেখালেন অভিমন্যু। এর আগে একই ম্যাচের দুই ইনিংসে দুবার শতরান করার কৃতিত্ব দেখিয়েছিলেন পঙ্কজ রায়। এছাড়াও অশোক মালহোত্রা এবং সৌরভ গাঙ্গুলিরও একই ম্যাচে দুইনিংসে শতরান করার নজির রয়েছে। উত্তরপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে একশো বিয়াল্লিশ রান করেছিলেন অভিমন্যু। দ্বিতীয় ইনিংসে একশো দশ রানে অপরাজিত থাকেন বাংলার এই ওপেনার ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন একদিনের ক্রিকেটে অভিষেক ম্যাচেই ম্যান অফ দ্য ম্যাচ হলেন হার্দিক পাণ্ডিয়া


বাংলার হয়ে দ্বিতীয় ইনিংসে অভিমন্যু ছাড়াও ব্যাট হতে দাপট দেখান শ্রীবত্স গোস্বামী। শ্রীবত্স একশো রান করেন। বাংলা ছয় উইকেটে দুশো চুয়াত্তর রান করে ডিক্লেয়ার করে। জয়ের জন্য উত্তরপ্রদেশের টার্গেট দাঁড়ায় তিনশো একত্রিশ।জবাবে দ্বিতীয় ইনিংসে উত্তর প্রদেশ বিনা উইকেটে সত্তর রান তোলে। খেলার সংক্ষিপ্ত স্কোর বাংলা চারশো ছেষট্টি ও ছয় উইকেটে দুশো চুয়াত্তর ডিক্লেয়ার। উত্তরপ্রদেশ চারশো দশ ও বিনা উইকেটে সত্তর। প্রথম ইনিংসে এগিয়ে থাকায় বাংলা তিন পয়েন্ট পেল।


আরও পড়ুন  ঘরের মাঠে ফের পয়েন্ট নষ্ট করল অ্যাটলেটিকো দ্য কলকাতা