একদিনের ক্রিকেটে অভিষেক ম্যাচেই ম্যান অফ দ্য ম্যাচ হলেন হার্দিক পাণ্ডিয়া

টেস্ট সিরিজের থেকে দল অনেকটাই পাল্টেছে নিউজিল্যান্ডের। একদিনের সিরিজের জন্য কিউয়িদের দলে এসেছেন কোরি অ্যান্ডারসন, টিম সাউদিরা। কিন্তু নিউজিল্যান্ডের পারফরম্যান্সের কোনও পরিবর্তন হল না। ধর্মশালায় প্রথম একদিনের ম্যাচে মহেন্দ্র সিং ধোনির দল জিতল ৬ উইকেটে। এবং সেটাও প্রায় ১৭ ওভার বাকি থাকতে! আর তার অনেকটাই কৃতিত্ব হার্দিক পাণ্ডিয়ার। আজই একদিনের ক্রিকেটে অভিযেক হল তাঁর। হার্দিক পাণ্ডিয়ার। ম্যাচের শুরুতে কপিল দেবের হাত থেকে পেয়েছিলেন ভারতীয় দলের টুপি। সেই সম্মাণ যে, তাঁকে কতটা প্রেরণা দিয়েছে, সেটা টের পাওয়া গেল মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই। মূলত তাঁর বলের দাপটেই নিউজিল্যান্ডের ইনিংস শেষ হয়ে গেল মাত্র ১৯০ রানে! সেটাও ৪৩.৫ ওভারে। ম্যাচের সেরাও তিনি! প্রথম একদিনের ম্যাচ খেলতে নেমে এই সম্মান হার্দিকের। এদিন ধর্মশালায় প্রথম একদিনের ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টস জিতেছিলেন মহেন্দ্র সিং ধোনি। তিনি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। গুপ্তিলকে নিজের প্রথম ওভারেই ফিরিয়ে দেন হার্দিক। গুপ্তিল করেন মাত্র ১২ রান। অন্য ওপেনার ল্যাথাম অবশ্য ৭৯ রান করেন। অধিনায়ক উইলিয়ামসন করেন মাত্র ৩ রান। রস টেলর খাতাই খুলতে পারেননি। অ্যান্ডারসন ৪, রোঞ্চি ০, নিসাম ১০, কেউই রান পাননি। টিম সাউদি শেষ বেলায় ৪৫ বলে ৫৫ রানের ইনিংস না খেললে আরও লজ্জায় পড়তে হতো কিউয়িদের। হার্দিকের তিন উইকেট ছাড়াও তিন উইকেট পেয়েছেন অমিত মিশ্রা। দুটো করে উইকেট পেয়েছেন উমেশ যাদব এবং কেদার যাদব।

Updated By: Oct 16, 2016, 08:57 PM IST
একদিনের ক্রিকেটে অভিষেক ম্যাচেই ম্যান অফ দ্য ম্যাচ হলেন হার্দিক পাণ্ডিয়া

ওয়েব ডেস্ক: টেস্ট সিরিজের থেকে দল অনেকটাই পাল্টেছে নিউজিল্যান্ডের। একদিনের সিরিজের জন্য কিউয়িদের দলে এসেছেন কোরি অ্যান্ডারসন, টিম সাউদিরা। কিন্তু নিউজিল্যান্ডের পারফরম্যান্সের কোনও পরিবর্তন হল না। ধর্মশালায় প্রথম একদিনের ম্যাচে মহেন্দ্র সিং ধোনির দল জিতল ৬ উইকেটে। এবং সেটাও প্রায় ১৭ ওভার বাকি থাকতে! আর তার অনেকটাই কৃতিত্ব হার্দিক পাণ্ডিয়ার। আজই একদিনের ক্রিকেটে অভিযেক হল তাঁর। হার্দিক পাণ্ডিয়ার। ম্যাচের শুরুতে কপিল দেবের হাত থেকে পেয়েছিলেন ভারতীয় দলের টুপি। সেই সম্মাণ যে, তাঁকে কতটা প্রেরণা দিয়েছে, সেটা টের পাওয়া গেল মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই। মূলত তাঁর বলের দাপটেই নিউজিল্যান্ডের ইনিংস শেষ হয়ে গেল মাত্র ১৯০ রানে! সেটাও ৪৩.৫ ওভারে। ম্যাচের সেরাও তিনি! প্রথম একদিনের ম্যাচ খেলতে নেমে এই সম্মান হার্দিকের। এদিন ধর্মশালায় প্রথম একদিনের ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টস জিতেছিলেন মহেন্দ্র সিং ধোনি। তিনি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। গুপ্তিলকে নিজের প্রথম ওভারেই ফিরিয়ে দেন হার্দিক। গুপ্তিল করেন মাত্র ১২ রান। অন্য ওপেনার ল্যাথাম অবশ্য ৭৯ রান করেন। অধিনায়ক উইলিয়ামসন করেন মাত্র ৩ রান। রস টেলর খাতাই খুলতে পারেননি। অ্যান্ডারসন ৪, রোঞ্চি ০, নিসাম ১০, কেউই রান পাননি। টিম সাউদি শেষ বেলায় ৪৫ বলে ৫৫ রানের ইনিংস না খেললে আরও লজ্জায় পড়তে হতো কিউয়িদের। হার্দিকের তিন উইকেট ছাড়াও তিন উইকেট পেয়েছেন অমিত মিশ্রা। দুটো করে উইকেট পেয়েছেন উমেশ যাদব এবং কেদার যাদব।

আরও পড়ুন নিজের বেলায় বুঢ্ঢা হোগা তেরা বাপ, আর বাড়ির ধন্যি মেয়েরা বিয়ের পর থেকে যাক অন্তরালে!

জবাবে ব্যাট করতে নেমে ৩৩.১ ওভারে জয়ের রান তুলে ফেলে ভারত। মাত্র চার উইকেট হারিয়েই। ওপেনার রোহিত শর্মা করেন ১৪ রান। অন্য ওপেনার রাহানে করেন ৩৩ রান। বিরাট কোহলি অপরাজিত থাকেন ৮১ বলে ৮৫ রানের মূল্যবান ইনিংস খেলে। মণীশ পাণ্ডে আউট হন ১৭ রান করে। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি রান আউট হওয়ার আগে করে যান ২১ রান। কেদার যাদব অপরাজিত থাকেন ১০ রানে। সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী ২০ তারিখ।

আরও পড়ুন  জম্মুর বিক্রম চকে উদ্ধার হল দেড়শোটিরও বেশি পায়রা

.