নিজস্ব প্রতিবেদন :  শনিবার সামারা অ্যারেনায় কোয়ার্টার ফাইনালে সুইডেনকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমি ফাইনালে উঠেছে ইংল্যান্ড। দীর্ঘ ২৮ বছর পর ইংল্যান্ডের বিশ্বকাপের সেমি ফাইনালে ওঠাটা অবিশ্বাস্য এক অনুভূতি, বলেই জানিয়েছেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - ২৮ বছর পর বিশ্বকাপের শেষ চারে ইংল্যান্ড


সেই ১৯৬৬ সালে বিশ্বকাপ জয়ের পর  আর কখনও ফাইনালে ওঠা হয়নি ইংল্যান্ডের। ১৯৯০ সালের পর আবার বিশ্বকাপের শেষ চারে উঠল ব্রিটিশরা। ম্যাচ শেষে বিবিসি স্পোর্টকে দেওয়া এক সাক্ষাত্কারে সাউথগেট বলেন," আশা করি, দেশে সবাই আজ উত্সব করছে। কারণ এমনটা তো হামেশাই ঘটে না। এটা অবিশ্বাস্য এক অনুভূতি।"


আরও পড়ুন - মিলল না শাহিনের ভবিষ্যদ্বাণী!


পাশাপাশি তিনি বলেন,"আমরা জানতাম, অধিকাংশ সময় বল আমাদের দখলে রাখতে হবে। আর এটাই ছিল তাদের রক্ষণ ভেদ করার উপায়। কারণ সুইডেন খুব সুসংগঠিত একটা দল।" বুধবার মস্কোতে সেমিফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড।