ওয়েব ডেস্ক: গোয়াকে এক-শূন্য গোলে হারিয়ে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হল বাংলা। ছবছর পর ট্রফি খরা কাটল বাংলা দলের। এই নিয়ে বত্রিশবার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হল বাংলা। খেতাব জেতায় বাংলা দলকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্তোষ  জয়ের  পর পাঁচ লক্ষ টাকার আর্থিক পুরস্কারের পুরোটাই দলের কোচ ও ফুটবলারদের দিয়ে দিচ্ছে আইএফএ। গোয়ার মাটিতে গোয়া বধ। ৬ বছর পর ভারত সেরা বাংলা। আরব সাগর তীরে জ্বলে উঠল বঙ্গ ব্রিগেড। গোয়াকে এক-শূণ্য গোলে হারিয়ে সন্তোষ ট্রফি জিতল বাংলা। এই নিয়ে বত্রিশ বার ভারত সেরা হল বাংলা। সুপার সান্ডের সন্ধ্যায় ট্রফি জয়ের খরা  কাটাল মৃদুল ব্যানার্জির দল। টানটান উত্তেজনার ফাইনালের এক্সট্রা টাইমে ম্যাচের একমাত্র গোলটা করে বাংলার জয়ের নায়ক মনবীর সিং। শক্তিশালী গোয়ার বিরুদ্ধে হয়তো কিছুটা আন্ডারডগ ছিল মৃদুলের বাংলা। ধারে ভারে এগিয়ে ছিল গোয়া। তবে বাংলার কোচের পেপটক টা যেন ম্যাচের আগে তাতিয়ে দিয়েছিল বাংলার একঝাক অনামী ফুটবলারদের। প্রতিপক্ষের ডেরায় গোয়াকে মাথা তুলে দাঁড়াতেই দেয়নি বঙ্গ ব্রিগেড।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ধরমশালা টেস্টের দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ৬ উইকেটে ২৪৮


গোটা ম্যাচে খুভ সাধারণ লেগেছে গোয়াকে। বসন্ত সিং, মুমতাজরা সুযোগগুলো কাজে লাগাতে পারলে নব্বই মিনিটেই ট্রফি নিশ্চিত করে ফেলতে পারত বাংলা। নির্ধারিত সময় ম্যাচের ফল গোলশূন্য থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। এক্সট্রা টাইমের শুরুতে বসন্ত সিংয়ের হেডার পোস্টে লেগে ফিরে আসে। একশো সতেরো মিনিট পর্যন্ত ফুটবলের দুই রাজ্যই দাঁড়িয়ে ছিল এক জায়গায়। এরপরই ম্যাচের সেই মুহূর্ত। মনবীর সিংয়ের দুরন্ত গোলে এগিয়ে যায় বাংলা। বাকি সময়টা কাটিয়ে দেন বাংলার ডিফেন্ডাররা। নিশ্চিত হয়ে যায় ট্রফি জয়। ছয় বছরের খরা কাটিয়ে গোয়ার মাটিতে উঠল বাংলার পতাকা।


আরও পড়ুন  নিজের ৩৭ তম টেস্টে দেশের ৩৩ নম্বর টেস্ট ক্যাপ্টেন হিসেবে নেতৃত্ব দিচ্ছেন রাহানে