ধরমশালা টেস্টের দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ৬ উইকেটে ২৪৮
ধরমশালা টেস্টের দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ৬ উইকেটে ২৪৮। প্রথম ইনিংসে এখনও ৫২ রানে পিছিয়ে ভারত। সিরিজের শেষ টেস্টের প্রথম দিনের মতোই স্পিন রাজ চলল হিমালয়ের কোলের মাঠে। প্রথমদিন একাই ৪ উইকেট নিয়েছিলেন ভারতের কূলদীপ যাদব। দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার হয়ে একাই ৪ উইকেট নিলেন ন্যাথান লিঁয়ন। ভারতের হয়ে কে এল রাহুল করেছেন ৬০ রান। অন্য ওপেনার মুরলী বিজয় আউট হয়ে যান মাত্র ১১ রান করে। পূজারার ভাল ফর্ম অব্যহত। এদিনও আউট হওয়ার আগে করে যান ৫৭ রান। এই টেস্টের অধিনায়ক অজিঙ্কা রাহানে আউট হন ৪৬ রান করে। করুন নায়ার রান পেলেন না। আউট হয়েছেন ৫ রান করে।
ওয়েব ডেস্ক: ধরমশালা টেস্টের দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ৬ উইকেটে ২৪৮। প্রথম ইনিংসে এখনও ৫২ রানে পিছিয়ে ভারত। সিরিজের শেষ টেস্টের প্রথম দিনের মতোই স্পিন রাজ চলল হিমালয়ের কোলের মাঠে। প্রথমদিন একাই ৪ উইকেট নিয়েছিলেন ভারতের কূলদীপ যাদব। দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার হয়ে একাই ৪ উইকেট নিলেন ন্যাথান লিঁয়ন। ভারতের হয়ে কে এল রাহুল করেছেন ৬০ রান। অন্য ওপেনার মুরলী বিজয় আউট হয়ে যান মাত্র ১১ রান করে। পূজারার ভাল ফর্ম অব্যহত। এদিনও আউট হওয়ার আগে করে যান ৫৭ রান। এই টেস্টের অধিনায়ক অজিঙ্কা রাহানে আউট হন ৪৬ রান করে। করুন নায়ার রান পেলেন না। আউট হয়েছেন ৫ রান করে।
আরও পড়ুন নিজের ৩৭ তম টেস্টে দেশের ৩৩ নম্বর টেস্ট ক্যাপ্টেন হিসেবে নেতৃত্ব দিচ্ছেন রাহানে
খারাপ ব্যাটিং করেননি রবিচন্দ্রন অশ্বিন। তিনি আউট হয়েছেন ৩০ রান করে। দিনের শেষে অপরাজিত রয়েছেন ঋদ্ধিমান সাহা (১০) এবং রবীন্দ্র জাদেজা (১৬) রান করে। অজিদের হয়ে লিঁয়নের চার উইকেটের পাশাপাশি একটি করে উইকেট নিয়েছেন হ্যাজেলহুড এবং কামিন্স।
আরও পড়ুন রমশালা টেস্টে খেলছেন না বিরাট, নেতৃত্ব দিচ্ছেন রাহানে