জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টেস্টের পর এবার অস্ট্রেলিয়ার (Australia) ৫০ ওভারের ফরম্যাটের অধিনায়ক হলেন প্যাট কামিন্স (Pat Cummins)। কয়েক সপ্তাহ ধরেই অ্যারন ফিঞ্চের (Aaron Finch) বদলে এই ডানহাতি পেস বোলারের নাম শোনা যাচ্ছিল। এমনকি অধিনায়কত্বের দৌড়ে ছিলেন ডেভিড ওয়ার্নার (David Warner)। কিন্তু শেষ পর্যন্ত কামিন্সের উপরেই আস্থা রাখল ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia)। একদিনের দলের অধিনায়ক হিসেবে তাঁর নাম ঘোষণা করা হল। ২০২৩ সালে ভারতের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপ (ICC World Cup 2023) আয়োজিত হবে। সেই বিশ্বকাপেও অজিদের নেতৃত্ব দেবেন ২৯ বছরের কামিন্স। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একদিনের ক্রিকেট থেকে ইতিমধ্যেই অবসর নিয়ে ফেলেছেন ফিঞ্চ। এহেন অজি ওপেনার সম্পর্কে নতুন দায়িত্ব পাওয়া কামিন্স বলেন, 'ফিঞ্চের অধিনায়কত্বে দারুণ সময় কাটিয়েছি। ওর কাছ থেকে অনেক কিছু শিখেছি। সেই শিক্ষাগুলোই এবার কাজে লাগাতে চাই।'  


                   pic.twitter.com/T0p02wwjiP



অজিদের একদিনের দলে রয়ছেন একাধিক ম্যাচ উইনার। ফলে সাদা বলের ক্রিকেটে নতুন ইনিংস শুরু করার আগে উচ্ছ্বসিত কামিন্স। তিনি যোগ করেন, 'দায়িত্ব বেড়ে গেল। টেস্ট ও ৫০ ওভারের ক্রিকেট, দুটি একেবারে আলাদা ফরম্যাট। ফলে খেলার ধরণ, ভাবনাচিন্তাও আলাদা হবে। নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে আছি।' 


পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা


খারাপ ফর্মের জন্য একদিনের ক্রিকেট থেকে সরে গিয়েছেন ফিঞ্চ। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনিই জাতীয় দলকে নেতৃত্ব দেবেন। ঘরের মাঠে ফের একবার বিশ্বকাপ জিতলে ভালো, তবে তাঁর নেতৃত্বে দল ব্যর্থ হলে টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব হারাতে পারেন। তাঁর জায়গা নেওয়ার দৌড়ে রয়েছেন স্টিভ স্মিথ, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি। 


আরও পড়ুন: Sourav Ganguly, BCCI AGM: বিসিসিআই-এর বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সৌরভ, মিলল আইসিসি যাওয়ার ছাড়পত্র?


আরও পড়ুন: Mohammed Shami, ICC T20 World Cup 2022: বুমরার অভাব পূরণ করতে পারবেন শামি? জবাব দিলেন সচিন তেন্ডুলকর


টিম পেইন যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে যাওয়ার পর তাঁর জায়গায় টেস্ট দলের দায়িত্ব পেয়েছিলেন কামিন্স। এবার একদিনের দলের নেতৃত্ব তাঁর হাতেই দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। ঠাণ্ডা মাথার এই জোরে বোলার দুটি ফরম্যাট কীভাবে সামলে অজিদের এগিয়ে নিয়ে যান, সেটাই দেখার অপেক্ষায় রয়েছে ক্রিকেট দুনিয়া। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)