ওয়েব ডেস্ক :  পঞ্চমবারের জন্য ফেডারেশনের বর্ষসেরা ফুটবলার হলেন সুনীল ছেত্রী। রবিবার মুম্বাইয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কার্যকরী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত মরশুমের পারফরমেন্সের বিচারে ২০১৭ সালের বর্ষসেরা ফুটবলার হলেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। এর আগেও চারবার বর্ষসেরা হয়ে ছিলেন বেঙ্গালুরু এফসি-র অধিনায়ক।


আরও পড়ুন - দুই প্রধানে খেলতে রবিবার কলকাতায় এলেন আইলিগ জয়ী দুই বিদেশি


২০০৭, ২০১১, ২০১৩ এবং ২০১৪ মরশুমের পর ২০১৭-পঞ্চমবার ফেডারেশনের বর্ষসেরা ফুটবলার হলেন সুনীল ছেত্রী। ভারতের হয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে অসাধারণ পারফরম্যান্স করার জন্য এই পুরস্কার পেলেন বেঙ্গালুরু অধিনায়ক। সুনীল ছাড়াও আরও একাধিক ফুটবলার ও রেফারির নাম এদিন ঘোষণা করে ফেডারেশন।


# ২০১৭ বর্ষসেরা ফুটবলার : সুনীল ছেত্রী


# ২০১৭ বর্ষসেরা মহিলা ফুটবলার: কমলা দেবী


# ২০১৭ সেরা প্রতিশ্রুতিবান ফুটবলার  : অনিরুদ্ধ থাপা


# ২০১৭ সেরা প্রতিশ্রুতিবান মহিলা ফুটবলার : ই প্যানথই


# ২০১৭ সেরা রেফারি : সিআর শ্রীকৃষ্ণ


# ২০১৭ সেরা সহকারি রেফারি : সুমন্ত দত্ত (অসম)


# ২০১৭ সেরা গ্রাসরুট ডেভলপমেন্ট : কেরালা ফুটবল সংস্থা